শেয়ার
 
Comments
প্রতিটি উত্সব আমাদের সমাজকে একত্রিত করে: প্রধানমন্ত্রী মোদী
আসুন, এই দিওয়ালিতে মহিলাদের আরও ক্ষমতায়ন ও শ্রদ্ধাজ্ঞাপনের চেষ্টা করি। আমাদের কন্যারাই লক্ষ্মীর রূপ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির দ্বারকা ডিডিএ গ্রাউন্ডে মঙ্গলবার দশেরা উৎসবে যোগ দেন। বিজয় দশমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ভারত হল উৎসবের ভূমি। সংস্কৃতির প্রতিচ্ছবিস্বরূপ ভারতের কোন না কোন প্রান্তে সবসময় উৎসব অথবা অনুষ্ঠান লেগেই রয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে আমরা নীরবে ভারতীয় সংস্কৃতিকেই তুলে ধরি। তিনি বলেন, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের শিল্প, সঙ্গীত নৃত্য সম্পর্কে জানতে পারি।

প্রধানমন্ত্রী বলেন, ভারত শক্তি সাধনার স্থল। আমরা গত ন’দিন ধরে মায়ের আরাধনা করেছি। এই উদ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই প্রধানমন্ত্রী মহিলাদের স্বশক্তিকরণ বিশেষ করে, মহিলাদের সম্মান বৃদ্ধির আহ্বান জানান।

গত ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘরের লক্ষ্মী প্রসঙ্গে তিনি যা বলেছিলেন সেকথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এই দিওয়ালিকে নারী শক্তি হিসেবে উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, আজ বিজয় দশমী এবং বায়ুসেনা দিবস। আমাদের বায়ুসেনা ভারতের গৌরবোজ্জ্বল করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন আমরা যখন বিজয় দশমীর উৎসব পালন করছি, তখন মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী চলছে। তাই এ বছর একটি লক্ষ্য স্থির করে তা পূরণের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান তিনি। এই লক্ষ্য হল – খাদ্য নষ্ট না করা, শক্তি সঞ্চয়, জল সঞ্চয়। শ্রী মোদী বলেন, যদি আমরা আধ্যাত্মিক শক্তি সম্পর্কে বুঝতে চাই তাহলে ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবান শ্রীরাম থেকে তার অনুপ্রেরণা পাই।

প্রধানমন্ত্রী এদিন দ্বারকা রামলীলা সোসাইটি আয়োজিত রামলীলা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। একইসঙ্গে অশুভ শক্তির দমনে শুভ শক্তির জয়স্বরূপ রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদের কুশপুতুল দহনেরও সাক্ষী থাকেন তিনি।

 

 

 

Click here to read full text speech

Explore More
৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ

জনপ্রিয় ভাষণ

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে ভাষণের বঙ্গানুবাদ
A confident India is taking on the world

Media Coverage

A confident India is taking on the world
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 1 জুন 2023
June 01, 2023
শেয়ার
 
Comments

Harnessing Potential, Driving Progress: PM Modi’s Visionary leadership fuelling India’s Economic Rise