PM Modi inaugurates Medical College at Vadnagar, Gujarat
PM Modi launches Mission Intensified Indradhanush, stresses on vitality of vaccination
Prices of stents have been brought down, we are constantly making efforts to so that healthcare becomes affordable for the poor: PM

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রবিবার তাঁর নিজের শহর ভাদনগর সফর করলেন,প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নিজের শহরে এটাই তাঁর প্রথম সফর|

প্রধানমন্ত্রীকেস্বাগত জানানোর জন্য শহরের জনগণ জড়ো হন| তিনি হটকেশ্বর মন্দিরে পুজো-অর্চনাও করেন|ছোট বয়সে তিনি যে স্কুলে পড়াশোনা করেছিলেন, সেই স্কুলেও কিছু সময়ের জন্য যানপ্রধানমন্ত্রী|

প্রধানমন্ত্রীভাদনদরের জি.এম.ই.আর.এস. মেডিক্যাল কলেজও সফর করেন এবং কলেজটির উত্সর্গপত্রের আবরণউন্মোচন করেন| তিনি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গেও সংক্ষিপ্ত আলাপচারিতা করেন|

পরেএক জনসভায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ প্রতিষেধক প্রদানের লক্ষ্য পূরণের গতিত্বরাণ্বিত করতে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের সূচনা করেন| এই উদ্যোগের মাধ্যমে শহরএলাকা ও প্রতিষেধকের আওতায় কম আসা এলাকাগুলোকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে|প্রধানমন্ত্রী আই.এম.টি.ই.সি.এইচ.ও.-এর সূচনা উপলক্ষে স্বাস্থ্যকর্মীদের মধ্যেই-ট্যাবলেট বিতরণ করেন| আশাকর্মীদের দক্ষতার উন্নয়নের জন্য এ এক উদ্ভাবনী মোবাইলফোন অ্যাপ| এছাড়াও তিনি কিছু উন্নয়নমূলক কাজের সূচনা করেন|

 

এইউত্সাহী জনসভায় প্রধানমন্ত্রী বলেন, নিজের শহরে ফিরে আসা এবং এমন উষ্ণ অভ্যর্থনাপাওয়াটা এক বিশেষ বিষয়| তিনি বলেন, “আজ আমি যা কিছু হয়েছি, তা আপনাদের সবার মাঝেএই মাটি থেকে শেখা মূল্যবোধের জন্যই হয়েছি|”

প্রধানমন্ত্রীভাদনগরের মানুষদের উদ্দেশে বলেন, আমি আপনাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে ফিরে যাবো এবংআমি আপনাদের সবাইকে সুনিশ্চিত করছি যে, আমি দেশের জন্য আরও কঠোর পরিশ্রম করবো|

প্রধানমন্ত্রীএই বিষয়টি নিয়ে প্রসন্নতা ব্যক্ত করেন যে, তিনি স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্পগুলোবিশেষ করে সুতীব্র মিশন ইন্দ্রধনুষের উদ্বোধন করেছেন| সরকার যে স্টেন্ট-এর দামকমিয়ে এনেছে, তিনি তার উল্লেখ করেন এবং বলেন যে, সরকার দরিদ্র মানুষদের জন্যস্বাস্থ্য পরিষেবার খরচ কমিয়ে আনার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে|

মেডিক্যালকলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে নিজের আলাপচারিতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,সমাজ হিসেবে আমরা আরও অনেক চিকিত্সক চাই যারা মানুষের সেবা করবেন|

 

 

 

Click here to read the full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka

Media Coverage

Operation Sagar Bandhu: India provides assistance to restore road connectivity in cyclone-hit Sri Lanka
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 5 ডিসেম্বর 2025
December 05, 2025

Unbreakable Bonds, Unstoppable Growth: PM Modi's Diplomacy Delivers Jobs, Rails, and Russian Billions