প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৯ই এপ্রিল বেলা ১২টার সময় নতুনদিল্লির জনপথে আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ‘উৎকল কেশরী’ ডঃ হরেকৃষ্ণ মাহতাবের ‘ওডিশা ইতিহাসে’র হিন্দি সংস্করণটি প্রকাশ করবেন । এতদিন এই বইটির ওডিয়া ও ইংরেজি সংস্করণ পাওয়া যেত। শ্রী শঙ্করলাল পুরোহিত বইটির হিন্দি অনুবাদ করেছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ও লোকসভার কটক কেন্দ্রের সাংসদ শ্রী ভর্তৃহরি মাহতাব উপস্থিত থাকবেন। হিন্দি ভাষায় সংস্করণ প্রকাশের এই অনুষ্ঠানের আয়োজক হরেকৃষ্ণ মাহতাব ফাউন্ডেশন।
লেখক পরিচিতি-
ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিচিত নাম ডঃ হরেকৃষ্ণ মাহতাব। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ এবং ১৯৫৬ থেকে ১৯৬১ পর্যন্ত ওডিশার মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৪২ থেকে ১৯৪৫ সালে আহমেদনগর দুর্গ জেলে বন্দী থাকার সময় তিনি ‘ওডিশা ইতিহাস’ বইটি লিখেছিলেন।


