ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন বর্ষীয়ান নেতা শ্রী লালকৃষ্ণ আডবাণী। আজ একথা সংবাদ মাধ্যমে এক বার্তায় ঘোষণা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। 

সরকারি এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি আজ স্বয়ং অবহিত করেন শ্রী আডবাণীকে। দেশবাসীর পক্ষ থেকে এজন্য তাঁকে অভিনন্দিতও করেন শ্রী নরেন্দ্র মোদী। 

সমাজ মাধ্যমের ঐ বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

"শ্রী এল কে আডবাণীজিকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করার কথা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। এপ্রসঙ্গে আমি তাঁর সঙ্গে কথা বলেছি এবং তাঁর এই নতুন সম্মানের জন্য আমি তাঁকে অভিনন্দিতও করেছি। আডবাণীজি হলেন সর্বজন শ্রদ্ধেয় এমনই এক রাজনীতিজ্ঞ দেশের উন্নয়নে যাঁর অবদান বরাবরই এক বিশেষ স্মারক হয়ে থাকবে। তাঁর কর্মজীবন শুরু হয়েছিল মাটির কাছাকাছি থাকা মানুষদের জন্য। পরে, উপপ্রধানমন্ত্রী রূপেও তিনি দেশকে সেবা করে গেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবেও তাঁর ভূমিকা বিশেষ স্বাতন্ত্র্যের দাবি রাখে। সংসদে প্রদত্ত তাঁর ভাষণ ছিলো সর্বদাই অনুসরণযোগ্য যার মধ্যে ফুটে উঠতো তাঁর গভীর দর্শন ও চিন্তা-ভাবনা।

জনজীবনে বহু দশক ধরেই কাজ করেছেন আডবাণীজি। তাঁর প্রতিটি কাজকর্মে ছিল অবিচল কর্মনিষ্ঠা, সার্বিক স্বচ্ছতা ও সততা। রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে এক বিশেষ মান অনুসরণ করে চলতেন তিনি। জাতীয় ঐক্য এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের ক্ষেত্রে তাঁর প্রচেষ্টা ছিল অনবদ্য ও অতুলনীয়। তাঁকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত আমার কাছে এক বিশেষ আবেগময় মুহূর্ত বলে আমি মনে করি। আমি অসংখ্যবার তাঁর সঙ্গে আলোচনা ও আলাপচারিতার সুযোগ লাভ করে এসেছি এবং অনেক বিষয়ে তাঁর কাছে আমি শিক্ষালাভ করেছি, যা ছিল আমার কাছে এক বিশেষ ও দুর্লভ সুযোগ। "

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PM Modi pitches India as stable investment destination amid global turbulence

Media Coverage

PM Modi pitches India as stable investment destination amid global turbulence
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 জানুয়ারি 2026
January 12, 2026

India's Reforms Express Accelerates: Economy Booms, Diplomacy Soars, Heritage Shines Under PM Modi