ক্রমিক সংখ্যা

নথিপত্র

ভারতীয় পক্ষ

ভিয়েতনাম পক্ষ

১.

শান্তি সমৃদ্ধি ও মানুষের কল্যাণের উদ্দেশ্য ভারত-ভিয়েতনাম যৌথ পরিকল্পনা।

দুই দেশের মধ্যে সুসংবদ্ধ কৌশলগত অংশীদারিত্ব, গভীরে প্রোথিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার মাধ্যমে ভারত-ভিয়েতনামের ভবিষ্যৎ অগ্রগতির লক্ষ্যে সঠিক দিশা দান করা।

দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সহমতের ভিত্তিতে

২.

সুসংবদ্ধ কৌশলগত অংশীদারিত্বের রূপায়ণে ২০২১-২৩ পর্যন্ত কর্মপরিকল্পনা।

উভয় পক্ষই ২০২১-২৩এর মধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শান্ত, সমৃদ্ধি ও জনগণের কল্যাণে যৌথ পরিকল্পনা রূপায়ণ করবে

বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর

উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মিঃ ফাম বিন মিনহ্

৩.

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন  দপ্তর এবং ভিয়েতনামের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা শিল্প সংক্রান্ত দপ্তরের মধ্যে প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চুক্তি কার্যকর করা।

দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতার প্রসারে একটি কাঠামো গঠন।

যুগ্ম সচিব (ন্যাভাল সিস্টেম) শ্রী সুরেন্দ্র যাদব

ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল লুং থানহ্ চুঙ

৪.

হ্যানয়-এ ভারতীয় দূতাবাস এবং সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের টেলি-যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাহ্ ট্রাং-এ জাতীয় টেলি-যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে আর্মি সফটওয়্যার পার্কের জন্য ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তায় চুক্তি।

নাহ্ ট্রাং-এ টেলি-যোগাযোগ বিশ্ববিদ্যালয়ে আর্মি সফটওয়্যার পার্কে তথ্যপ্রযুক্তি পরিকাঠামো স্থাপনে সহায়তা করা, যাতে সফটওয়্যার অ্যাপ্লিকেশন ক্ষেত্রে ও পরিষেবা দেওয়া যায়।

ভিয়েতনামে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী প্রণয় ভার্মা

কর্ণেল লি জুয়ান হাঙ

৫.

রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারতে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বিভাগ এবং সেদেশের শান্তি রক্ষা অভিযান দপ্তরের মধ্যে চুক্তি কার্যকর করা।

রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে সুনির্দিষ্ট ক্ষেত্রগুলি চিহ্নিত করা।

অতিরিক্ত মহানির্দেশক (আইসি)মেজর জেনারেল অনিল কুমার কাশিদ

ডাইরেক্টর মেজর জেনারেল হোয়াঙ কিম ফুঙ

৬.

ভারতের আণবিক শক্তি নিয়ন্ত্রণ পর্ষদ (এইআরবি) এবং ভিয়েতনাম এজেন্সি ফর রেডিয়েশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি (ভিএআরএএনএস) প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতাপত্র (মউ)।

বিকিরণ সুরক্ষা ও আণবিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠানগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার প্রসার ঘটানো।

 

চেয়ারম্যান শ্রী জি নাগেশ্বরা রাও

ডাইরেক্টর জেনারেল অধ্যাপক নিগুয়েণ তুয়ান খাই

৭.

সিএসআইআর-এর অধীন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ পেট্রোলিয়াম এবং ভিয়েতনাম পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মধ্যে মউ।

পেট্রোলিয়াম গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতার প্রসার ঘটানো।

নির্দেশক ডঃ অঞ্জন রায়

নির্দেশক মিঃ নিগুয়েণ আনহ্ ডুও

৮.

ভারতের টাটা মেমোরিয়াল সেন্টার এবং ভিয়েতনাম ন্যাশনাল ক্যান্সার হাসপাতালের মধ্যে মউ।

প্রশিক্ষণ ও বিজ্ঞানমূলক গবেষণা, স্বাস্থ্য পরিষেবা, ডায়াগনসিসি তথা ক্যান্সার রোগীদের চিকিৎসায় সহযোগিতার লক্ষ্যে পারস্পরিক আদান-প্রদান।

নির্দেশক ডঃ রাজেন্দ্র এ বাদওয়ে

ডাইরেক্টর মিঃ লি ভান কুয়াঙ

৯.

ভারতের ন্যাশনাল সোলার ফাউন্ডেশন এবং ভিয়েতনাম ক্লিন এনার্জি অ্যাসোসিয়েশনের মধ্যে মউ।

ভারত ও ভিয়েতনামের সৌর বিদ্যুুৎ শিল্প সংস্থাগুলির মধ্যে জ্ঞান, সেরা পন্থা-পদ্ধতি ও তথ্য বিনিময় সহ দুই দেশে সৌর বিদ্যুতের বাণিজ্যিক প্রসারে নতুন নতুন দিক খুঁজে বের করা।

চেয়ারম্যান শ্রী প্রণব আর মেহতা

সভাপতি মিঃ ডাও ডু ডুঙ্গ

         

 

     শীর্ষ বৈঠকে ঘোষণা :

          ১) ভারতের পক্ষ থেকে সেদেশকে সহজ শর্তে হাইস্পিড গার্ড বোট উপাদন প্রকল্পের জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা ; একটি হাইস্পিড গার্ড বোট ভিয়েতনামকে হস্তান্তর ; ভারতে এ ধরণের দুটি অত্যাধুনিক জলযানের সূচনা এবং ভিয়েতনামে এ ধরণের আরও ৭টি অত্যাধুনিক জলযান নির্মাণে সহায়তা দেওয়া।

     ২) ভিয়েতনামের নিনহ্ থুয়ান প্রদেশে স্থানীয় মানুষের কল্যাণে ভারতের পক্ষ থেকে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তায় ৭টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করা।

     ৩) অ্যানুয়াল কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট (কিউআইপি)-এর সংখ্যা বর্তমানে ৫ থেকে বাড়িয়ে ২০২১-২২ অর্থবর্ষে ১০ করা।

     ৪) ভিয়েতনামে ঐতিহ্যের সংরক্ষণে ৩টি নতুন উন্নয়নমূলক অংশীদারিত্ব ভিত্তিক প্রকল্প (মাই সন-এ মন্দিরের এফ ব্লক ; কুয়াঙ ন্যাম ডুঙ ডুওঙ বৌদ্ধ মঠ এবং ফু ইয়েন প্রদেশে নানথাম টাওয়ারের সংরক্ষণ)।

     ৫) ভারত-ভিয়েতনাম সভ্যতা ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয়ে এনসাইক্লোপিডিয়া প্রস্তুত করতে দ্বিপাক্ষিক কর্মসূচির সূচনা।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
From Donning Turban, Serving Langar to Kartarpur Corridor: How Modi Led by Example in Respecting Sikh Culture

Media Coverage

From Donning Turban, Serving Langar to Kartarpur Corridor: How Modi Led by Example in Respecting Sikh Culture
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister joins Ganesh Puja at residence of Chief Justice of India
September 11, 2024

The Prime Minister, Shri Narendra Modi participated in the auspicious Ganesh Puja at the residence of Chief Justice of India, Justice DY Chandrachud.

The Prime Minister prayed to Lord Ganesh to bless us all with happiness, prosperity and wonderful health.

The Prime Minister posted on X;

“Joined Ganesh Puja at the residence of CJI, Justice DY Chandrachud Ji.

May Bhagwan Shri Ganesh bless us all with happiness, prosperity and wonderful health.”

“सरन्यायाधीश, न्यायमूर्ती डी वाय चंद्रचूड जी यांच्या निवासस्थानी गणेश पूजेत सामील झालो.

भगवान श्री गणेश आपणा सर्वांना सुख, समृद्धी आणि उत्तम आरोग्य देवो.”