দিল্লির কালকাজি এলাকার মহিলারা ‘জাঁহা ঝুগ্গি ওঁহি মকান’ প্রকল্পে বাড়ি পেয়ে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন। অভিভূত প্রধানমন্ত্রী আজ সেই চিঠি প্রকাশ করেছেন তাঁর ট্যুইট বার্তায়।
ওই মহিলারা বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে তাঁর হাতে এই চিঠি তুলে দিয়েছিলেন। তাঁদের স্বপ্ন পূরণ হওয়ায় এবং এই প্রকল্পের মাধ্যমে তাঁদের জীবনকে সহজ করে তোলায় চিঠিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আনন্দিত মহিলারা।
প্রধানমন্ত্রী দরিদ্র মানুষের কল্যাণে তাঁর সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন।
ট্যুইটে তিনি লিখেছেন :
“দিল্লির কালকাজির যে মা বোনেরা ‘জাঁহা ঝুগ্গি ওঁহি মকান’ প্রকল্পে পাকা বাড়ি পেয়েছেন, তাঁদের চিঠি পেয়ে আমি অভিভূত। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর যখন তাঁদের কাছে গিয়েছিলেন, তখন তাঁরা এইসব চিঠি তাঁর হাতে তুলে দেন। চিঠিতে তাঁরা বলেছেন, কীভাবে এই প্রকল্পের মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে এবং তাঁদের জীবনযাপন সহজতর হয়ে উঠেছে। চিঠির জন্য আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ! আমাদের সরকার গরিব কল্যাণে কাজ করছে। এই কাজ অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
दिल्ली के कालकाजी की उन माताओं और बहनों के पत्रों को पाकर अभिभूत हूं, जिन्हें ‘जहां झुग्गी वहीं मकान’ स्कीम के तहत पक्के घर मिले हैं। विदेश मंत्री @DrSJaishankar जी जब वहां गए तो महिलाओं ने ये पत्र उन्हें सौंपे, जिनमें उन्होंने अपनी खुशी जाहिर की है। वे बताती हैं कि कैसे इस स्कीम… pic.twitter.com/M1nOtV3Phj
— Narendra Modi (@narendramodi) August 4, 2023


