প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে পশুপালন দপ্তর এবং দুগ্ধশিল্পের বিভিন্ন প্রকল্প ও প্রাণীসম্পদের বিশেষ প্যাকেজের জন্য ৫৪,৬১৮ কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ের পরিবর্তন এবং পরিমার্জনকে অনুমোদন দিয়েছে। এর ফলে ২০২১-২২ অর্থবর্ষ থেকে পরবর্তী ৫ বছরের জন্য কেন্দ্রের প্রাণীসম্পদ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হবে। এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আগামী ৫ বছরে বাস্তবায়নের জন্য ৫৪,৬১৮ কোটি টাকার বিনিয়োগ আনা নিশ্চিত করবে। এর মধ্যে কেন্দ্রের সহায়তার পরিমাণ ৯৮০০ কোটি টাকা।

আর্থিক প্রভাব :

২০২১-২২ অর্থবর্ষ থেকে পরবর্তী ৫ বছর কেন্দ্র প্রাণী সম্পদ ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে ৯ হাজার ৮০০ কোটি টাকার আর্থিক সহায়তার অঙ্গীকার করেছে। এর ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে রাজ্য সরকার, বিভিন্ন রাজ্যের সমবায় সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, বিদেশী অনুদানকারী সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে বিনিয়োগ করবে তার মোট পরিমাণ দাঁড়াবে ৫৪,৬১৮ কোটি টাকা।

বিস্তারিত :

পরিকল্পনা অনুযায়ী দপ্তরের সমস্ত প্রকল্পগুলি ৩টি বিভাগে বিভক্ত হবে। রাষ্ট্রীয় গোকুল মিশন, ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারী ডেভেলপমেন্ট (এনপিডিডি), ন্যাশনাল লাইভ স্টক মিশন (এনএলএম), লাইভ স্টক সেন্সাস অ্যান্ড ইন্টিগ্রেটেড স্যাম্পেল সার্ভে (এলসি অ্যান্ড আইএসএস)কে উন্নয়নমূলক কর্মসূচির আওতায় আনা হবে। ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম কর্মসূচির নতুন নাম হবে লাইভ স্টক হেল্থ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল (এলএইচ অ্যান্ড ডিসি)। ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং এলএইচ অ্যান্ড ডিসি-কে একই বিভাগে অন্তর্ভুক্ত করা হবে। অ্যানিমেল হ্যাসবেন্ড্রি ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এবং ডেয়ারী ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্টের সংযুক্তিকরণ ঘটিয়ে দুগ্ধ শিল্পে সমবায় এবং যেসব কৃষক দুগ্ধজাত সামগ্রী উৎপাদন করেন তাদের সংগঠনগুলির সাহায্যের জন্য একটি নতুন সংস্থা তৈরি করা হবে।   

প্রভাব :

রাষ্ট্রীয় গোকুল মিশন দেশীয় প্রজাতির প্রাণী সম্পদের বংশবৃদ্ধি এবং সংরক্ষণের কাজে সহায়তা করবে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষদের এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে। ন্যাশনাল প্রোগ্রাম ফর ডেয়ারী ডেভেলপমেন্ট ৮ লক্ষ দুগ্ধ উৎপাদকের সুবিধার জন্য ৮ হাজার ৯০০টি কুলারের ব্যবস্থা করবে যেখানে প্রচুর পরিমাণে দুধ সংরক্ষণ করা যাবে। যার ফলে অতিরিক্ত দুধ সংগ্রহ করা সম্ভব হবে। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এই জাতীয় কর্মসূচিতে আর্থিক সহায়তা করবে। এর মাধ্যমে দেশের ৪ হাজার ৫০০ গ্রামে পরিকাঠামো শক্তিশালী হবে।  

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Aadhaar, digital payments cut India's welfare leakage by 13%: BCG Report

Media Coverage

Aadhaar, digital payments cut India's welfare leakage by 13%: BCG Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 22 ডিসেম্বর 2025
December 22, 2025

Aatmanirbhar Triumphs: PM Modi's Initiatives Driving India's Global Ascent