প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয়ক কেন্দ্রীয় ক্যাবিনেট কমিটির বৈঠকে ২০২৫-২৬ বিপণন মরশুমে ১৪টি খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে।
আগের বছরের তুলনায় ন্যূনতম সহায়ক মূল্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে সরগুজার ক্ষেত্রে- কুইন্টাল প্রতি ৮২০ টাকা। রাগির ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৫৯৬ টাকা বেড়েছে। তুলোর ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৫৮৯ টাকা এবং তিলের ক্ষেত্রে কুইন্টাল প্রতি ৫৭৯ টাকা ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে।
সাধারণ ধানের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য ৬৯ টাকা বেড়ে হয়েছে কুইন্টাল প্রতি ২৩৬৯ টাকা।
২০১৮-১৯ সালে কেন্দ্রীয় বাজেটে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য উৎপাদন ব্যয়ের অন্তত দেড়গুণ করার কথা বলা হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলছে জরুরি ভিত্তিতে।
देशभर के किसान भाई-बहनों के कल्याण के लिए हम पूरी तरह से प्रतिबद्ध हैं। इसी दिशा में 2025-26 के खरीफ सीजन के लिए धान, तिलहन और दलहन सहित 14 फसलों की एमएसपी में बढ़ोतरी को मंजूरी दी गई है। इससे अन्नदाताओं की कमाई बढ़ने के साथ इन फसलों का उत्पादन भी बढ़ेगा।https://t.co/K5A257TSTr
— Narendra Modi (@narendramodi) May 28, 2025


