The total estimated cost of the projects is Rs 11,169 crore (approx.) and will be completed upto 2028-29
The projects will also generate direct employment for about 229 lakh human-days during construction

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনীতি বিষয়ক ক্যাবিনেট কমিটি আজ রেল মন্ত্রকের ৪টি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় হবে প্রায় ১১,১৬৯ কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে : 

১. আলুয়াবাড়ি রোড- নিউ জলপাইগুড়ি তৃতীয় এবং চতুর্থ লাইন

২. ইটারসি-নাগপুর চতুর্থ লাইন

৩. ঔরঙ্গাবাদ (ছত্রপতি সম্ভাজি নগর)- পারভানি দ্বিতীয় লাইন

৪. ডাঙ্গোয়াপোসি-জারোলি তৃতীয় ও চতুর্থ লাইন

লাইনের ক্ষমতা বাড়লে উল্লেখযোগ্যভাবে গতিও বৃদ্ধি পাবে। ফলে ভারতীয় রেলের পরিষেবা উন্নত হবে। এই মাল্টি-ট্র্যাকিং প্রস্তাবগুলি কাজকর্ম সহজ করতে এবং যানজট কমাতে সক্ষম হবে। প্রকল্পগুলি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারতের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতিপূর্ণ। এইসব অঞ্চলের যে এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হবে সেখানকার জনগণ আত্মনির্ভর হয়ে উঠবেন, পাশাপাশি এইসব এলাকায় ব্যাপক উন্নয়ন হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

প্রকল্পগুলি প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের ওপর ভিত্তি করে পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পগুলি মানুষ ও পণ্য পরিষেবার ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে। 

প্রস্তাবিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের ১৩টি জেলায় ৪টি প্রকল্প ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্কে আরও ৫৭৪ কিলোমিটার যুক্ত করবে। প্রস্তাবিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি প্রায় ২,৩০৯টি গ্রামের সঙ্গে সংযোগ স্থাপন করবে যার জনসংখ্যা প্রায় ৪৩ লক্ষ ৬০,০০০। 

কয়লা, সিমেন্ট, জিপসাম, ফ্লাইঅ্যাশ, কৃষিপণ্য, পেট্রোলিয়াম সামগ্রী ইত্যাদি পণ্য পরিবহণের জন্য এগুলি অপরিহার্য পথ। ক্ষমতা বৃদ্ধির ফলে এই পথে বার্ষিক ৯৫.৯ মেট্রিক টন অতিরিক্ত মাল পরিবহণ করা সম্ভব হবে। পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা হওয়ায় রেল জলবায়ু লক্ষ্য অর্জন এবং দেশের সরবরাহ ব্যয় হ্রাস করতে ও ৫১৫ কোটি কেজি কার্বন ডাই-অক্সাইড নির্গমণ হ্রাস করতে সহায়ক হবে যা ২০ কোটি গাছ লাগানোর সমতুল। 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand

Media Coverage

Republic Day sales see fastest growth in five years on GST cuts, wedding demand
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 27 জানুয়ারি 2026
January 27, 2026

India Rising: Historic EU Ties, Modern Infrastructure, and Empowered Citizens Mark PM Modi's Vision