৩০ সে অগাস্ট ২০১৬-তে গুজরাতের জামনগরের একটি বাঁধ থেকে জল ছাড়ার সূচনা অনুষ্ঠানে শ্রী নরেন্দ্র মোদীর সতর্ক দৃষ্টি বেশ কয়েকজন সাংবাদিক এবং চিত্র-সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলো।

গুজরাতের দুর্লভ সৌরাষ্ট্র অঞ্চলের জলের সমস্যা দূর করার জন্য সাউনি যোজনার সূচনা অনুষ্ঠান চলছিলো।

বাঁধের জল ছাড়ার জন্য সুইচ টিপে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ প্রধানমন্ত্রী এবং শাসকগোষ্ঠী জলস্রোতের দিকে তাকান। সে সময় শ্রী মোদী দেখেন, তীব্র বেগে ছুটে আসা জলস্রোতের গতিপথে দাঁড়িয়ে রয়েছেন কিছু সাংবাদিক। জল যে দিকে আসছে সেদিকে ভ্রুক্ষেপ নেই কাজে ব্যস্ত সাংবাদিকদের। তখন মোদীই প্রথম বাঁহাত তুলে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সরে যেতে বলেন। সঠিক সময়ে সতর্কবার্তা দিয়ে মূল্যবান জীবন রক্ষা করেছিলেন।

একজন চিত্র-সাংবাদিক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বললেন যে, প্রধানমন্ত্রী তাঁকে একটি নতুন জীবন দিয়েছেন

শ্রী মোদীর এই শ্রী সতর্কতার জন্য বারবার প্রশংসিত করা হয়েছিল।

৫ এপ্রিল ২০১৫-তে যখন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিজ্ঞান ভৱনে একটি সম্মেলনে যোগ দিযেছিলেন তখন একজন চিত্র-সাংবাদিক নিচে পড়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শ্রী নরেন্দ্র মোদীর ছাড়া অন্য কেউ ছিল না। এমনকি এই গপ্প ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047

Media Coverage

'Team Bharat' At Davos 2025: How India Wants To Project Vision Of Viksit Bharat By 2047
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
প্রধানমন্ত্রী মোদীর একটি হৃদয়স্পর্শী চিঠি
December 03, 2024

দিব্যাঙ্গ শিল্পী দিয়া গোসাইয়ের জন্য, সৃজনশীলতার একটি মুহূর্ত লাইফ-চেঞ্জিং অভিজ্ঞতায় পরিণত হয়েছে। ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর ভদোদরা রোডশো চলাকালীন, দিয়া গোসাই প্রধানমন্ত্রী মোদী এবং স্পেন সরকারের রাষ্ট্রপতি মিঃ পেড্রো স্যাঞ্চেজের স্কেচ উপহার দিয়েছেন। উভয় নেতা ব্যক্তিগতভাবে তাঁর আন্তরিক উপহার গ্রহণ করেছিলেন, যা তাঁকে অত্যন্ত আনন্দিত করেছিল।

সপ্তাহ পরে, ৬ নভেম্বর, দিয়া প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পেয়েছেন, যাতে প্রধানমন্ত্রী তাঁর শিল্পকর্মের প্রশংসা করেছেন এবং মাননীয় স্যাঞ্চেজও কীভাবে তার প্রশংসা করেছেন তা শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে উৎসর্গের সঙ্গে চারুকলায় মনোনিবেশ করতে উৎসাহিত করেছেন এবং "বিকশিত ভারত" গঠনে যুবসমাজের ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি তাঁর ব্যক্তিগত স্পর্শ প্রদর্শন করে তাঁর পরিবারকে দীপাবলি এবং নববর্ষের উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন।

আনন্দে অভিভূত হয়ে দিয়া তার বাবা-মা-কে চিঠিটি পড়ে শোনান, তাঁরা আনন্দিত হয়েছিলেন যে সে পরিবারের জন্য এত বিশাল সম্মান এনেছেন। দিয়া বলেন, "আমি আমাদের দেশের একটি ছোট অংশ হতে পেরে গর্বিত। মোদীজি, আমাকে আপনার ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ"। দিয়া প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে সে তাঁর জীবনে সাহসী পদক্ষেপ নিতে এবং অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করতে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন।

প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপটি দিব্যাঙ্গদের ক্ষমতায়ন এবং তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়ার প্রতি তাঁর অঙ্গীকারকে প্রতিফলিত করে। সুগম্য ভারত অভিযানের মতো অসংখ্য উদ্যোগ থেকে শুরু করে দিয়ার মতো ব্যক্তিগত সংযোগ পর্যন্ত, তিনি অনুপ্রেরণা ও উন্নতি অব্যাহত রেখেছেন, যা প্রমাণ করে যে একটি উজ্জ্বল ভবিষ্যত গঠনে প্রতিটি প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।