প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, অযোধ্যায় প্রভু শ্রীরামকে স্বাগত জানাতে প্রত্যেকে বিভিন্নভাবে তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। এই বিশেষ দিন উপলক্ষে গোটা দেশ উৎসাহিত এবং ভক্তরা রামলালার প্রতি ভক্তিতে ডুবে রয়েছেন।
প্রভু শ্রীরামের উদ্দেশে উৎসর্গ করা হংসরাজ রঘুবংশীর একটি ভজনও শ্রী মোদী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “অযোধ্যায় প্রভু শ্রীরামকে স্বাগত জানানোর অনুষ্ঠানকে ঘিরে গোটা দেশ রামময় হয়ে উঠেছে। রামলালার প্রতি ভক্তিতে ডুবে থাকা ভক্তকূল এই শুভ দিনকে সামনে রেখে নিজেদের ভাবনা অনুযায়ী তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। ভগবান শ্রীরামের প্রতি সমর্পিত হংসরাজ রঘুবংশীজির এই ভজনটি শুনুন….
#ShriRamBhajan”
अयोध्या में प्रभु श्री राम के स्वागत को लेकर पूरा देश राममय है। राम लला की भक्ति में डूबे भक्तजन इस शुभ दिन के लिए तरह-तरह से अपनी भावनाएं प्रकट कर रहे हैं। भगवान श्री राम को समर्पित हंसराज रघुवंशी जी का ये भजन सुनिए… #ShriRamBhajan https://t.co/kDSO8SNzxW
— Narendra Modi (@narendramodi) January 4, 2024


