প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শ্রী মোদী তাঁর পাঠানো ভিডিওটির বিষয়ে নাগরিকদের অনুভূতি স্বকন্ঠে জানতে চেয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“নতুন সংসদ ভবন প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে। সুন্দর এই ভবনটির ছবি সম্বলিত একটি ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ – এই ভিডিওটি সকলের সঙ্গে ভাগ করে নিন এবং আপনার অনুভূতির কথা স্বকন্ঠে রেকর্ড করুন। আমি সেগুলির মধ্য থেকে কয়েকটিকে রিট্যুইট করবো। #MyParliamentMyPride. ব্যবহার করতে ভুলবেন না যেন।”
The new Parliament building will make every Indian proud. This video offers a glimpse of this iconic building. I have a special request- share this video with your own voice-over, which conveys your thoughts. I will re-Tweet some of them. Don’t forget to use #MyParliamentMyPride. pic.twitter.com/yEt4F38e8E
— Narendra Modi (@narendramodi) May 26, 2023


