বিশিষ্ট আইনজীবি শ্রী বের্জিস দেশাই আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রীকে তাঁর লেখা বইয়ের একটি কপি উপহার দেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী জানান;
“বিশিষ্ট আইনজীবি শ্রী বের্জিস দেশাই-এর সঙ্গে দেখা করে এবং তাঁর বইয়ের একটি কপি পেয়ে আমি আনন্দিত।”
Delighted to meet noted lawyer Shri Berjis Desai Ji and receive a copy of his book. https://t.co/4HbUIlt3wH
— Narendra Modi (@narendramodi) November 18, 2025


