প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রুশ প্রেসিডেন্ট মিঃ ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
পুতিনের ৭৩তম জন্মদিনে তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং ভারত ও রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
২৩-তম ভারত – রুশ বার্ষিক শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট মিঃ পুতিন’কে ভারতে স্বাগত জানাতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
Spoke with my friend President Putin and conveyed warm birthday greetings and best wishes for his good health and long life. Deeply appreciate his personal commitment to deepening India–Russia ties over the years.@KremlinRussia_E
— Narendra Modi (@narendramodi) October 7, 2025


