প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বিনিয়োগ তহবিল, পরিকাঠামো, উৎপাদন, শক্তি এবং লজিস্টিক সহ বিভিন্ন ক্ষেত্রে সিঙ্গাপুরের প্রথম সারির ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে একান্ত আলাপচারিতায় মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন সেদেশের উপ-প্রধানমন্ত্রী মিঃ গণ কিম ইয়ং এবং স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী মিঃ কে সম্মুগম। 

ভারতের লগ্নিতে তাঁদের ভূমিকার প্রশংসা করে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক ও আর্থিক সহযোগিতার বিকাশে সিঙ্গাপুরের শিল্পপতিদের ভূমিকার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী। এই সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যেতে সিঙ্গাপুরে ইনভেস্ট ইন্ডিয়া কার্যালয় গড়ে তোলার কথা ঘোষণা করেন শ্রী মোদী। 

 

প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে এবং রাজনৈতিক স্থায়িত্ব, বাণিজ্যে সরলীকরণ এবং আর্থিক সংস্কারের মাধ্যমে তা অব্যাহত থাকবে। আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার লক্ষ্য স্থির করেছে ভারত। ভারতের বিস্ময়কর অগ্রগতি, দক্ষ মেধাশক্তি এবং বিপুল বাজারের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, বিশ্বের অর্থনৈতিক বিকাশে এখন ভারতের অবদানের হার ১৭ শতাংশ। উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা প্রকল্প, ভারত সেমিকন্ডাক্টর মিশন এবং ১২টি নতুন শিল্প স্মার্ট শহরের মতো প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে ভারতের সম্ভাবনার কথাও শিল্পপতিদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি শিল্পপতিদের আশ্বস্ত করে বলেন, তাঁর তৃতীয়বারের শাসনে পরিকাঠামো উন্নয়নে আরও গতি আনা হবে।  রেল, সড়ক, বন্দর, অসামরিক বিমান পরিবহন, শিল্প পার্ক ও ডিজিটাল সংযুক্তির ক্ষেত্রে নতুন সম্ভাবনা সম্পর্কে শিল্পপতিদের অবহিত করেন শ্রী মোদী। 

ভারতের লগ্নির জন্য সিঙ্গাপুরের ব্যবসায়ীদের কাছে আর্জি জানান প্রধানমন্ত্রী। এই বৈঠকে উপস্থিত ছিলেন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান লিম মিঙ ইয়াং, ভারত ও দক্ষিণ এশিয়া ব্যবসায়ী গোষ্ঠীর চেয়ারম্যান এবং ব্ল্যাকস্টোন সিঙ্গাপুরের সিনিয়র এমডি ও চেয়ারম্যান গৌতম ব্যানার্জি, এইচটিএল ইন্টারন্যাশনালের গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ফুয়া ইয়ং টাট প্রমুখ।

 

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
India's telecom sector surges in 2025! 5G rollout reaches 85% of population; rural connectivity, digital adoption soar

Media Coverage

India's telecom sector surges in 2025! 5G rollout reaches 85% of population; rural connectivity, digital adoption soar
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 20 ডিসেম্বর 2025
December 20, 2025

Empowering Roots, Elevating Horizons: PM Modi's Leadership in Diplomacy, Economy, and Ecology