প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতীয় হস্তশিল্পীদের কাজের প্রশংসা করে তিনি ‘ভোকাল ফর লোকাল’ উদ্যোগের মাধ্যমে সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করেন। 
সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় হস্তচালিত তাঁত দিবসে শুভেচ্ছা জানাই! দেশ জুড়ে হস্তচালিত তাঁত শিল্পের মহান ঐতিহ্য এবং প্রাণবন্ত পরম্পরার জন্য আমরা গর্বিত। আমাদের হস্তশিল্পীরা প্রশংসার যোগ্য। ‘ভোকাল ফর লোকাল’ – এর মাধ্যমে আমাদের অঙ্গীকার এই অবকাশে পুনর্ব্যক্ত করছি”।

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Indian banks outperform global peers in digital transition, daily services

Media Coverage

Indian banks outperform global peers in digital transition, daily services
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সন্ত্রাসবাদ ভারতের মনোবল ভাঙতে পারবে না: প্রধানমন্ত্রী মোদী
April 24, 2025

পাহেলগাও সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষদের প্রাণহানির ঘটনায় ভারত শোকাহত। বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হয়, এবং সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সংহতি জানায়।

বিহারের মধুবনীতে এক শক্তিশালী ভাষণে, প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ন্যায়বিচার, ঐক্য, স্থিতিস্থাপকতা এবং ভারতের অদম্য মনোবলের আহ্বান জানিয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরের পাহেলগাও-এ সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন এবং ভারতের সার্বভৌমত্ব ও চেতনার প্রতি হুমকিস্বরূপদের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়ার রূপরেখা তুলে ধরেছেন।

২২শে এপ্রিল পাহেলগাও-এ মর্মান্তিক হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী গভীর শোক প্রকাশ করে বলেন, “যেভাবে নিরপরাধ মানুষগুলোকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা গোটা দেশকে ব্যথিত করেছে। কারগিল থেকে কন্যাকুমারী—দেশজুড়ে শোক আর ক্ষোভ।” তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সংহতি প্রকাশ করেন এবং তাদের আশ্বস্ত করেন যে সরকার আহত এবং চিকিৎসাধীন ব্যক্তিদের সহায়তা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ১৪০ কোটি ভারতীয়ের ঐক্যবদ্ধ সংকল্পের উপর প্রধানমন্ত্রী জোর দেন। তিনি ঘোষণা করেন, “এটা শুধু নিরীহ পর্যটকদের ওপর আক্রমণ নয়, এটা ভারতের আত্মার ওপরে আঘাত”।

অটল দৃঢ় সংকল্পের সাথে, প্রধানমন্ত্রী মোদী অপরাধীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করে বলেন, "এই হামলার পেছনে যারা রয়েছে, তারা এমন শাস্তি পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। সময় এসেছে সন্ত্রাসের শেষ চিহ্নটুকু মুছে ফেলার। ভারতের ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদের কান্ডারিদের মেরুদণ্ড ভেঙে দেবে।" তিনি বিহারের মাটি থেকে ভারতের বিশ্বব্যাপী অবস্থানকে আরও জোরদার করে বলেন, "ভারত প্রতিটি সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের চিহ্নিত করবে, খুঁজে বের করবে এবং উপযুক্ত শাস্তি দেবে। তাদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করবে। সন্ত্রাসবাদ কোনোমতেই শাস্তি ছাড়া পার পাবে না এবং গোটা দেশ এই সংকল্পে একজোট"।”

প্রধানমন্ত্রী মোদী বিভিন্ন দেশ, তাদের নেতা এবং মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যাঁরা এই দুঃখের সময়ে ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে, "যাঁরা মানবতায় বিশ্বাস করে তাঁরা সবাই আমাদের সঙ্গে রয়েছে"।”