দীপাবলি উদযাপনের শুভ মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন:
"দেশে আমার সকল পরিবার পরিজনকে দীপাবলির শুভকামনা জানাই। এই বিশেষ উৎসবটি প্রত্যেকের জীবনে আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসুক এই প্রার্থনা করি।"
देश के अपने सभी परिवारजनों को दीपावली की ढेरों शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 12, 2023
Wishing everyone a Happy Diwali! May this special festival bring joy, prosperity and wonderful health to everyone’s lives.


