নাগারনারে এনএনডিসি- স্টীল লিমিটেডে ২৩,৮০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত ইস্পাত কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী : এটি বস্তারকে বিশ্বের ইস্পাত মানচিত্রে স্থান দেবে
জগদলপুর রেল স্টেশনের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
ছত্তিসগড়ে একগুচ্ছ রেল ও সড়ক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রী
তেলেঙ্গানায় প্রায় ৮ হাজার কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রী
এনটিপিসি-র তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট এবং একগুচ্ছ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় তেলেঙ্গানা জুড়ে ২০টি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৩ রা অক্টোবর ২০২৩ ছত্তিসগড় ও তেলেঙ্গানা সফর করবেন। 
    বেলা ১১ টা নাগাদ বস্তারের জগদলপুরে প্রধানমন্ত্রী ছত্তিসগড়ের জন্য ২৬ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। এর মধ্যে নাগারনারে এনএনডিসি- স্টীল লিমিটেডের একটি ইস্পাত কারখানাও রয়েছে। দুপুর ৩ টে নাগাদ তেলেঙ্গানার নিজামাবাদে প্রায় ৮ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, রেল ও স্বাস্থ্য ক্ষেত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প।
ছত্তিসগড়ে প্রধানমন্ত্রী
আত্মনির্ভর ভারতের ভাবনা রূপায়নের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী বস্তার জেলার নাগারনারে এনএনডিসি-স্টীল লিমিটেডের একটি ইস্পাত কারখানা জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২৩ হাজার ৮০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এই ইস্পাত কারখানায় উচ্চমানের ইস্পাত উৎপাদিত হবে। এই অঞ্চলে এই ধরনের প্রকল্প এই প্রথম। এর সুবাদে ইস্পাত কারখানা এবং তার সহায়ক ও অনুসারী শিল্পগুলিতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এটি বস্তারকে বিশ্বের ইস্পাত মানচিত্রে স্থান করে দেবে এবং ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ সহায়ক হবে।
দেশ জুড়ে রেল পরিকাঠামো উন্নয়নের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে একগুচ্ছ রেলপ্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। অন্তগড় ও তারকীর মধ্যে নতুন রেললাইনের সূচনা হবে। জগদলপুর ও দান্তেওয়াড়ার মধ্যে ডবল লাইন জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। প্রধানমন্ত্রী বরিদান্ত-সূরজপুর ডবল রেললাইন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় জগদলপুর স্টেশনের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তারকই-রায়পুর ডেমু ট্রেন পরিষেবার সূচনা করবেন তিনি। এই রেলপ্রকল্পগুলি রাজ্যের উপজাতি অধ্যুষিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে, স্থানীয় মানুষজন উপকৃত হবেন এবং ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে। 
প্রধানমন্ত্রী জাতীয় মহাসড়ক ৪৩ –এর কানকুরী থেকে ছত্তিসগড়-ঝাড়খন্ড সীমান্ত শাখার সড়ক উন্নয়ন প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। নতুন এই রাস্তা, রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করবে, উপকৃত হবেন অঞ্চলের মানুষজন।
তেলেঙ্গানায় প্রধানমন্ত্রী
বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের জ্বালানি দক্ষতা বাড়াবার যে ভাবনা প্রধানমন্ত্রীর রয়েছে, তার সঙ্গে সাযুজ্য রেখে এনটিপিসি-র তেলেঙ্গানা সুপার থার্মাল পাওয়ার প্রকল্পের ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনিট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর থেকে এক দিকে যেমন তেলেঙ্গানায় সুলভে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, তেমনই রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে। এটি হবে দেশের সবথেকে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।
 প্রধানমন্ত্রী মনোহরাবাদ ও সিদ্দিপেটের মধ্যে নতুন রেললাইন এবং ধর্মাবাদ-মনোহরাবাদ ও মেহবুবনগর-কুরনুলের মধ্যে রেললাইনের বৈদ্যুতিকীকরণের সূচনা করবেন। ৭৬ কিলোমিটার দীর্ঘ মনোহরাবাদ-সিদ্দিপেট রেললাইন মেদাক ও সিদ্দিপেট জেলা সহ ওই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ সহায়ক হবে। ধর্মাবাদ-মনোহরাবাদ ও মেহবুবনগর-কুরনুলের মধ্যে রেললাইনের বৈদ্যুতিকীকরণ ওই শাখায় ট্রেনের গড় গতিবেগ বাড়াবে এবং পরিবেশ বান্ধব রেলযাত্রায় সহায়ক হবে। স্থানীয় মানুষজনের সুবিধার্থে প্রধানমন্ত্রী সিদ্দিপেট-সেকেন্দ্রাবাদ-সিদ্দিপেট ট্রেন পরিষেবারও সূচনা করবেন।
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় তেলেঙ্গানা জুড়ে ২০টি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এগুলি জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করবে, উপকৃত হবেন রাজ্যের মানুষ। 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
RBI raises UPI Lite wallet limit to Rs 5,000; per transaction to Rs 1,000

Media Coverage

RBI raises UPI Lite wallet limit to Rs 5,000; per transaction to Rs 1,000
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister receives Foreign Minister of Kuwait H.E. Abdullah Ali Al-Yahya
December 04, 2024

The Prime Minister Shri Narendra Modi today received Foreign Minister of Kuwait H.E. Abdullah Ali Al-Yahya.

In a post on X, Shri Modi Said:

“Glad to receive Foreign Minister of Kuwait H.E. Abdullah Ali Al-Yahya. I thank the Kuwaiti leadership for the welfare of the Indian nationals. India is committed to advance our deep-rooted and historical ties for the benefit of our people and the region.”