প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল বিহার সফরে যাবেন। মধুবনীতে বেলা ১১টা ৪৬ নাগাদ তিনি জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ১৩ হাজার ৪৮০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবং জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী বিহারের মধুবনীতে জাতীয় পঞ্চায়েতিরাজ দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করবেন। সবচেয়ে ভালো কাজ করছে এমন পঞ্চায়েতগুলির কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বিহারের গোপালগঞ্জ জেলার হাথুয়াতে রেল থেকে পণ্য নামানো সহ এলপিজি বটলিং কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ৩৪০ কোটি টাকা মূল্যে এটি তৈরি করা হবে। এরফলে, সরবরাহ-শৃঙ্খল আরও মজবুত হবে এবং বিপুল সংখ্যায় এলপিজি পরিবহনের ক্ষমতা বৃদ্ধি পাবে।
এই অঞ্চলে বিদ্যুৎ পরিকাঠামোকে উজ্জীবিত করতে প্রধানমন্ত্রী ১ হাজার ১৭০ কোটি টাকা মূল্যের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী বিহারে বিদ্যুৎ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আরও ৫ হাজার ৩০ কোটি মূল্যের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।
সমগ্র দেশে রেল যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সহর্ষ থেকে মুম্বাই পর্যন্ত চলাচলকারী অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। তিনি জয়নগর ও পাটনা, পিপরা ও সহর্ষ এবং সহর্ষ ও সমস্তিপুরের মধ্যে নমো ভারত দ্রুত গতির রেল চলাচলেরও উদ্বোধন করবেন। তিনি সুপাউল-পিপরা রেললাইল, হাসানপুর- বিথান রেললাইন এবং ছাপরা ও বাগাহায় দুটি দু’লেন বিশিষ্ট রেল ওভার ব্রিজের উদ্বোধনও করবেন। তিনি জাতির উদ্দেশে খাগারিয়া-আলাউলি রেললাইন উৎসর্গ করবেন। প্রকল্পগুলি এই অঞ্চলের সামগ্রিক সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা বাড়াতে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বিহারের স্বনির্ভর গোষ্ঠীর ২ লক্ষের বেশি সদস্যকে দীনদয়াল অন্ত্যোদয় যোজনা ও জাতীয় গ্রামীণ আজীবিকা মিশনের আওতায় ৯৩০ কোটি টাকা প্রদান করবনে।
প্রধানমন্ত্রী অন্ত্যোদয় গ্রামীণ যোজনায় আওতায় ১৫ লক্ষ নতুন সুবিধাপ্রাপকদের অনুমোদনপত্র প্রদান করবেন। তিনি বিহারের ১ লক্ষ পিএমএওয়াইজি এবং ৫৪ হাজার পিএমএওয়াইইউ-এর আওতাধীন বাড়িতে গৃহ প্রবেশের জন্য সুবিধাপ্রাপকদের বাড়ির চাবি প্রদান করবেন।


