PM to interact with prominent leaders from the Christian community including Cardinals and Bishops
First such instance that a Prime Minister will attend such a programme at the Headquarters of the Catholic Church in India

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬.৩০-এ নতুন দিল্লির সিবিসিআই সেন্টারে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া আয়োজিত খ্রীস্টমাস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। 

প্রধানমন্ত্রী কার্ডিনাল, বিশপ, খ্রীস্টিয় সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গীর্জার নামী ব্যক্তিত্বদের সঙ্গে আলাপচারিতা করবেন।

এই প্রথম প্রধানমন্ত্রী ভারতের ক্যাথলিক চার্চের সদর দপ্তরে এমন কোনো অনুষ্ঠানে যোগ দেবেন।

ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া (সিবিসিআই) স্থাপিত হয় ১৯৪৪ সালে এবং এই প্রতিষ্ঠান সারা ভারতে সকল ক্যাথলিকের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে থাকে।

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India's apparel exports clock double digit growth amid global headwinds

Media Coverage

India's apparel exports clock double digit growth amid global headwinds
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 18 এপ্রিল 2025
April 18, 2025

Aatmanirbhar Bharat: PM Modi’s Vision Powers India’s Self-Reliant Future