প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
প্রধানমন্ত্রী মোদী, ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মিসেস ট্রাস’কে অভিনন্দন জানান। এর আগে ব্রিটেনের বাণিজ্য ও বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকার সময় ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লিজ ট্রাসের অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। ভারত ও ব্রিটেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে নিজেদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন উভয় নেতা।
দু’দেশের প্রধানমন্ত্রী ২০৩০-এর পথচিত্র কার্যকর করার বিষয়ে কাজের অগ্রগতির কথা পর্যালোচনা করেন। এছাড়াও, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এবং দু’দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে
পর্যালোচনা করেন।
প্রধানমন্ত্রী ভারতের জনগণের পক্ষ থেকে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে রাজ পরিবারের সদস্য ও ব্রিটেনবাসীর প্রতি সমবেদনা জানান।


