When efforts are made with pure intent for society’s welfare, divine support follows and society itself turns divine: PM
The new National Education Policy places its strongest emphasis on skill development: PM
Infrastructure development across the country is progressing at a record pace: PM
The world values India’s talent, creating opportunities across nations: PM
India must become self-sufficient; society must embrace swadeshi products with conviction: PM
Swadeshi is not a relic but a force to strengthen the future, its leadership must come from society, especially the youth: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুজরাটের আমেদাবাদে আজ ভিডিও বার্তার মাধ্যমে কন্যা ছাত্রালয়, সর্দারধাম দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন  অনুষ্ঠানে ভাষণ দেন। কন্যাদের শিক্ষা ও সেবায় এই ছাত্রাবাসের  ওপর আলোকপাত করে তিনি বলেন, সর্দারধাম নাম এবং এই কাজ অনুরূপ পবিত্রতার সম্বন্ধযুক্ত। এই ছাত্রাবাসের কন্যারা আগামীদিনের স্বপ্ন ও অনুপ্রেরণার বাহক। তাদের এই স্বপ্নপূরণে নানা রকম সুযোগ দেওয়া হবে। শ্রী মোদী বলেন, কন্যারা স্বনির্ভর ও সক্ষম হয়ে উঠলে দেশ গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। 

প্রধানমন্ত্রী বলেন, ৩০০০ ছাত্রীর এই ছাত্রাবাসে থাকার যাবতীয় সুযোগ-সুবিধা রয়েছে। ভদোদরাতেও ২০০০ জনের থাকার ছাত্রাবাস তৈরির কাজ শেষ হওয়ার মুখে। জ্ঞানার্জন এবং প্রশিক্ষণে অনুরূপ কেন্দ্র সুরাট, রাজকোট এবং মেহেসানাতেও তৈরি করা হচ্ছে। এই উপলক্ষ্যে তিনি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিও শ্রদ্ধা জানান। 

গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করতেন দেশের উন্নতির স্বার্থে গুজরাটের উন্নয়ন অত্যাবশ্যক। গুজরাট থেকে যে শিক্ষা পাওয়া গেছে, জাতীয় উন্নয়নের কাজে সেই শিক্ষার সদ্ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি জেনে অবাক হয়েছিলেন শিক্ষাক্ষেত্রে মেয়েরা সেখানে অনেক পিছিয়ে। পরিবারগুলিও তাদের বাড়ির মেয়েদের বিদ্যালয়ে পাঠাতো না। যারাও বা ভর্তি হত, তারাও দ্রুত পড়াশোনা ছেড়ে দিত। এই অবস্থার পরিবর্তনে গত ২৫ বছর আগে জনসমর্থনের প্রশংসা করেন তিনি। কন্যা শিক্ষা রথ যাত্রার কথা স্মরণ করে তিনি বলেন, জুনের মাঝামাঝি সময়ে ৪০-৪২ ডিগ্রি তাপমাত্রায় তিনি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে ঘুরেছেন জনমত গড়ে তুলতে। মেয়েদেরকে তিনি নিজে বিদ্যালয়ে পৌঁছেও দিয়েছেন। এই রথ যাত্রায় বিদ্যালয়ে ছাত্রী ভর্তির বিপুল সাড়া মেলে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলেন, সে সময় যেসব ছাত্রী বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, এখন তাদের কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন। স্কুল ড্রপ আউটের সংখ্যা এর পর থেকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 

 

প্রধানমন্ত্রী কন্যা ভ্রুণ হত্যার মতো আরও একটি গুরুতর বিষয়ের ওপর আলোকপাত করেন। একে তিনি গুরুতর কলঙ্ক আখ্যা দেন। এই সামাজিক অন্যায় বন্ধে আন্দোলন গড়ে তুলতে তিনি বিপুল সাড়া পেয়েছিলেন, উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সুরাট থেকে উনিয়া মাতা যাত্রা লিঙ্গ সমতার প্রতি জনসচেতনতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। গুজরাট কালক্রমে শিশুদের লিঙ্গানুপাতের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে। তিনি বলেন, গুজরাটে যে সমতার বীজ বপন করা হয়েছিল, তা দেশব্যাপী এক আন্দোলনের চেহারা নিয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের মাধ্যমে। মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নে দেশ জুড়ে কাজ হচ্ছে বলে তিনি জানান।  

অপারেশন সিঁদুরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কন্যাদের দক্ষতা ও তাদের কণ্ঠ স্বকীয়তা  পাচ্ছে। গ্রামে গ্রামে লাখপতি দিদির দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ৩ কোটির লক্ষ্য পূরণে ইতিমধ্যেই ২ কোটি লাখপতি দিদি তৈরি হয়েছে। সেইসঙ্গে ড্রোন দিদির উল্লেখযোগ্য সাফল্য গ্রামাঞ্চলে মেয়েদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গীর রূপান্তর নিয়ে এসেছে। ব্যাঙ্ক সখী, বিমা সখীর মতো প্রকল্পের ওপরও আলোকপাত করেন তিনি। গ্রামাঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির প্রসারে ভারতের মাতৃশক্তির প্রয়াস বন্দিত হচ্ছে বলেও জানান তিনি। 

শিক্ষার মূলগত আদর্শের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতি সদর্থক অবদান রক্ষায় সক্ষম ব্যক্তিকে গড়ে তুলতে তাঁর দক্ষতা ও সক্ষমতার প্রসার জরুরি। আজকের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মেধা ও দক্ষতা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা সমাজের ক্ষেত্রে দক্ষতা বিকাশের পথে নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে জানান তিনি। ভারতের শ্রমশক্তির বিশ্বজুড়ে চাহিদা রয়েছে। অথচ, অতীতের সরকারগুলি শিক্ষা ব্যবস্থাকে সেকেলে করে রাখার প্রবণতার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁর সরকার শিক্ষা ক্ষেত্রে সংস্কার নিয়ে এসেছে এবং তা এক রূপান্তরমূলক ভূমিকা পালন করছে। 

নতুন জাতীয় শিক্ষানীতির গুরুত্বের ওপর আলোকপাত করে প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা বিকাশকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কিল ইন্ডিয়া মিশনের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্র জুড়ে সহস্র যুব সম্প্রদায়ের মধ্যে দক্ষতা বিকাশ ঘটানো হচ্ছে। সারা বিশ্বের সামনে বৃদ্ধ জনসংখ্যা আজ এক বড় চ্যালেঞ্জ। ভারত যুব প্রতিভার বিকাশ ঘটিয়ে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম। তিনি বলেন, যুব সম্প্রদায় দক্ষ হয়ে উঠলে কর্মসংস্থানের সম্ভাবনা খুলে যায়, আত্মবিশ্বাস বাড়ে এবং স্বনির্ভরতা বিকাশলাভ করে। যুব সম্প্রদায়ের জন্য সর্বাধিক কর্মসংস্থানের প্রসার তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। 

 

১১ বছর আগের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে সে সময় হাতে গোনা কয়েকটি স্টার্টআপ ছিল। আজ সেই সংখ্যা ২ লক্ষ ছুঁতে চলেছে। টু-টিয়ার, থ্রি-টিয়ার শহরগুলিতেও স্টার্টআপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মুদ্রা যোজনা জামানতমুক্ত ব্যাঙ্ক ঋণ পাওয়ার সুযোগ করে দিয়েছে। ফলত, যুব সম্প্রদায়ের স্বনির্ভরতার লক্ষ্যে ৩৩ লক্ষ কোটি টাকা প্রদান করা হয়েছে। স্বাধীনতা দিবসে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার ১ লক্ষ কোটি টাকার প্রকল্প অবিলম্বে রূপায়ণের কথা বলেছেন। এই উদ্যোগের মাধ্যমে বেসরকারী ক্ষেত্রে কাউকে নিয়োগ করা হলে সরকার প্রথম বেতনে ১৫০০০ টাকা অনুদান দেওয়ার সংস্থান রেখেছে।    

প্রধানমন্ত্রী বলেন, দেশ জুড়ে অভূতপূর্ব গতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। পিএম সূর্যঘর মুফত বিজলী যোজনার অধীন বাড়ির ছাদে সৌরশক্তি উৎপাদনে ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। ড্রোন প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পেরও দ্রুত বিকাশ হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, মহাকাশ প্রভৃতি ক্ষেত্রে ভারতীয় যুব সম্প্রদায়ের উল্লেখযোগ্য অবদান বিশ্বকে হতবাক করছে। 

প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকার থেকে স্বাধীনতা দিবসের ভাষণে তিনি স্বনির্ভরতা এবং দেশজ পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেছেন। দেশকে আত্মনির্ভর হয়ে ওঠার পথে দেশজ পণ্য গ্রহণে সার্বিক সামাজিক সচেতনতার বোধ গড়ে তোলা দরকার। 

শ্রী মোদী বর্তমানে অস্থির বিশ্ব বাতাবরণের কথা উল্লেখ করে বলেন, ভারতের স্বনির্ভর হয়ে ওঠার এটাই প্রকৃষ্ট সময়। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রসারের ওপরেও গুরুত্ব আরোপ করেছেন তিনি। সমস্ত পরিবারগুলিকে বিদেশী পণ্য  ঘরে না তুলতে সংকল্প নিতে হবে। বিদেশে বিয়ের অনুষ্ঠান বাতিল করে অনেকেই তাঁর কথায় অনুপ্রাণিত হয়ে ভারতেই সেই অনুষ্ঠান আয়োজনে এগিয়ে এসেছেন। দেশাত্মবোধের চেতনা এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই গড়ে ওঠে বলে তিনি জানান। 

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যখন স্বদেশী পণ্য গ্রহণ করবে, স্বাভাবিকভাবেই বাজারমুখী প্রতিযোগিতাতেই পণ্যের গুণগত মান প্রসারলাভ করবে, প্যাকেজিং উন্নত হবে এবং পণ্যদ্রব্য সাশ্রয়ী হয়ে উঠবে। রপ্তানি খরচ কমলে তাতে দেশের আর্থিক সমৃদ্ধি হবে বলেও জানান তিনি। 

দেশের মানুষের সামগ্রিক চেতনার ওপর আস্থা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়ীদেরকেও এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের সমাজ কেবল কৃষি নির্ভর নয়, বরং উদ্যোগ ক্ষেত্রও সেখানে সমানভাবে প্রসারলাভ করছে। কেবল স্বদেশী দ্রব্য বিক্রি হয় বলে কোনও দোকানে বিজ্ঞাপন ক্রেতাদের মধ্যে দেশীয় পণ্য কিনতে উৎসাহ যোগাবে। এটাও দেশাত্ববোধমূলক চেতনার প্রকাশ বলে তিনি জানান। কেবল অপারেশন সিঁদুরই নয়, স্বদেশী দ্রব্য গ্রহণের এই চেতনা জাতীয় সেবার রূপ নেবে বলেও তিনি জানান। ভাষণ শেষে প্রধানমন্ত্রী সকলকে তাঁর কৃতজ্ঞতা এবং কন্যা সন্তানদের আশীর্বাদ জানান। 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
From CM To PM: The 25-Year Bond Between Narendra Modi And Vladimir Putin

Media Coverage

From CM To PM: The 25-Year Bond Between Narendra Modi And Vladimir Putin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister welcomes President of Russia
December 05, 2025
Presents a copy of the Gita in Russian to President Putin

The Prime Minister, Shri Narendra Modi has welcomed President of Russia, Vladimir Putin to India.

"Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people", Shri Modi said.

The Prime Minister, Shri Narendra Modi also presented a copy of the Gita in Russian to President Putin. Shri Modi stated that the teachings of Gita give inspiration to millions across the world.

The Prime Minister posted on X:

"Delighted to welcome my friend, President Putin to India. Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people."

@KremlinRussia_E

"Я рад приветствовать в Дели своего друга - Президента Путина. С нетерпением жду наших встреч сегодня вечером и завтра. Дружба между Индией и Россией проверена временем; она принесла огромную пользу нашим народам."

"Welcomed my friend, President Putin to 7, Lok Kalyan Marg."

"Поприветствовал моего друга, Президента Путина, на Лок Калян Марг, 7."

"Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world."

@KremlinRussia_E

"Подарил Президенту Путину экземпляр Бхагавад-гиты на русском языке. Учения Гиты вдохновляют миллионы людей по всему миру."

@KremlinRussia_E