নয়াদিল্লি: ১৬ জুন,২০২৫: সাইপ্রাসের রাষ্ট্রপতি, নিকোস ক্রিস্টোডোলিডেশ আজ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে "গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ ম্যাকারিওস থ্রি" সম্মানে ভূষিত করেছেন।

১৪০ কোটি ভারতীয়দের পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী শ্রী মোদী সাইপ্রাসের রাষ্ট্রপতি, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই পুরস্কারটি ভারত ও সাইপ্রাসের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ককে উৎসর্গ করেছেন। দ্বিপাক্ষিক এই সম্পর্ক অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক বিশ্বাসের উপর রচিত। তিনি আরও উল্লেখ করেন যে, এই পুরস্কার ভারতের বর্ষ প্রাচীন দর্শন "বসুধৈব কুটুম্বকম" বা "বিশ্ব এক পরিবার"-এর স্বীকৃতি যা বিশ্ব শান্তি ও অগ্রগতির জন্য ভারতের দৃষ্টিভঙ্গিকে পথ দেখায়।

ভারত ও সাইপ্রাসের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী ও বৈচিত্র্যময় করার নতুন প্রতিশ্রুতি হিসাবে প্রধানমন্ত্রী এই সম্মান গ্রহণ করেছেন। তিনি বলেন, এই পুরস্কার শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি দুই দেশের অটল প্রতিশ্রুতির প্রতীক।

Click here to read full text speech
I extend my heartfelt gratitude to the Government and people of Cyprus for conferring upon me ‘The Grand Cross of the Order of Makarios III.’
— Narendra Modi (@narendramodi) June 16, 2025
This isn’t my honour. It is an honour for 140 crore Indians. I dedicate this award to the everlasting friendship between India and… pic.twitter.com/Q9p7LQGNfq
Εκφράζω την ειλικρινή μου ευγνωμοσύνη στην Κυβέρνηση και στον λαό της Κύπρου που μου απένειμαν τον ‘Μεγαλόσταυρο του Τάγματος του Μακαρίου ΙΙΙ’.
— Narendra Modi (@narendramodi) June 16, 2025
Αυτό δεν είναι δική μου τιμή. Είναι τιμή για 140 δισεκατομμύρια Ινδούς. Αφιερώνω αυτή την απονομή στην αιώνια φιλία μεταξύ Ινδίας και… pic.twitter.com/J02VgR6oZl


