প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভুবনেশ্বরে কলিঙ্গ ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্সে প্রথম জনজাতীয় খেল মহোৎসব আয়োজনে আনন্দ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এ ধরণের খেলাধুলাকে এক বড় সূচনা বলে অভিহিত করেছেন এবং দেশের জন্য খ্যাতি অর্জনের ক্ষেত্রে উপজাতি খেলোয়াড়দের ভূমিকার কথা স্বীকার করেছেন।
অমৃত মহোৎসবের এক ট্যুইটের প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আমাদের ক্রীড়া ক্ষেত্রে এটি দুর্দান্ত সূচনা। বিশ্বব্যাপি প্রতিযোগিতায় ভারতের খ্যাতি অর্জনের ক্ষেত্রে উপজাতি খেলোয়াড়রা বড় ভূমিকা পালন করেছেন। এই ধরনের প্রয়াসে দেশে উপজাতি সম্প্রদায় থেকে নতুন প্রতিভা উঠে আস
हमारे खेल जगत में एक बड़ी शुरुआत! वैश्विक स्पर्धाओं में भारत को पहचान दिलाने में जनजातीय खिलाड़ियों की बड़ी भूमिका रही है। ऐसे प्रयासों से देश को इस समुदाय से नए-नए टैलेंट मिलेंगे। https://t.co/NTQkwEFAMn
— Narendra Modi (@narendramodi) June 14, 2023


