Shri Raj Kapoor was not just a filmmaker but a cultural ambassador who took Indian cinema to the global stage: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তী শ্রী রাজ কাপুরকে তাঁর শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। একজন দূরদৃষ্টিসম্পন্ন চিত্র নির্মাতা, অভিনেতা এবং চিরন্তন শো-ম্যান হিসেবে তাঁর প্রশংসা করেছেন তিনি। শ্রী রাজ কাপুর শুধুমাত্র একজন চিত্র নির্মাতা ছিলেন না, বরং একজন সাংস্কৃতিক দূত ছিলেন যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গেছিলেন বিশ্ব মঞ্চে জানিয়ে শ্রী মোদী বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতারা তাঁর কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবেন। 

এক্স-এ একটি পোস্টে শ্রী মোদী বলেছেন:

“আজ আমরা কিংবদন্তী রাজ কাপুরের শততম জন্মবার্ষিকী পালন করছি যিনি ছিলেন একজন দূরদৃষ্টিসম্পন্ন চিত্র নির্মাতা, অভিনেতা এবং চিরন্তন শো-ম্যান। তাঁর প্রতিভা সময়ের থেকে এগিয়ে ছিল, ভারতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে রেখে গেছে এমন চিহ্ন যা মুছে ফেলা যাবে না।

শ্রী রাজ কাপুরের চলচ্চিত্রের প্রতি ভালোবাসা শুরু হয়েছিল তরুণ বয়েসে। কঠোর পরিশ্রম করে তিনি হয়ে উঠেছিলেন গল্প বলার অগ্রদূত। তাঁর ছবিগুলি ছিল শিল্প, অনুভূতির পাশাপাশি এমনকি সমাজ সচেতনতার মিশ্রণ। সেগুলি সাধারণ নাগরিকের প্রত্যাশা ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিল।

রাজ কাপুরের ছবিগুলির মনে রাখার মতো চরিত্র ও গানগুলি সারা বিশ্বের শ্রোতাদের মধ্যে অনুরণন সৃষ্টি করে আসছে। যেভাবে তিনি বিভিন্ন ধরনের গল্প সহজে এবং কৃতিত্বের সঙ্গে পরিবেশন করতেন, তার প্রশংসা করতো মানুষ। তাঁর ছবিগুলির সঙ্গীত ছিল অত্যন্ত জনপ্রিয়।

শ্রী রাজ কাপুর শুধুমাত্র একজন চিত্র নির্মাতা ছিলেন না, বরং ছিলেন একজন সাংস্কৃতিক দূত যিনি ভারতীয় সিনেমাকে নিয়ে গেছিলেন বিশ্ব মঞ্চে জানিয়ে শ্রী মোদী বলেছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতারা তাঁর কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবেন। আমি আরও একবার তাঁকে শ্রদ্ধা জানাই এবং সৃষ্টিশীল জগতে তাঁর অবদানকে স্মরণ করি।”

 

 

 

 

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
India’s annual coffee exports double to $1.3 billion in last 4 years

Media Coverage

India’s annual coffee exports double to $1.3 billion in last 4 years
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 21 জানুয়ারি 2025
January 21, 2025

Appreciation for PM Modi’s Effort Celebrating Culture and Technology