প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশচারী শুভাংশু শুক্লার সঙ্গে মতবিনিময় করেছেন। আলোচনায় মহাকাশে শ্রী শুক্লার অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি, ভারতের উচ্চাভিলাষী মানব মহাকাশযান কর্মসূচি- গগনযান সহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“শুভাংশু শুক্লার সঙ্গে চমৎকার আলোচনা হল। মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি, ভারতের গগনযান মিশন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা মতবিনিময় করেছি। তাঁর কৃতিত্বে ভারত গর্বিত।
@gagan_shux”
Had a great interaction with Shubhanshu Shukla. We discussed a wide range of subjects including his experiences in space, progress in science & technology as well as India's ambitious Gaganyaan mission. India is proud of his feat.@gagan_shux pic.twitter.com/RO4pZmZkNJ
— Narendra Modi (@narendramodi) August 18, 2025


