Inaugurates Aarey JVLR to BKC section of Mumbai Metro Line 3 Phase – 1
Lays foundation stones for Thane Integral Ring Metro Rail Project and Elevated Eastern Freeway Extension
Lays foundation stone for Navi Mumbai Airport Influence Notified Area (NAINA) project
Lays foundation stone for Thane Municipal Corporation
Maharashtra plays a crucial role in India's progress, to accelerate the state's development, several transformative projects are being launched from Thane: PM
Every decision, resolution and initiative of our Government is dedicated to the goal of Viksit Bharat: PM

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের থানেতে ৩২,৮০০ কোটি টাকার বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 

তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার মারাঠীকে ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এটি শুধুমাত্র মহারাষ্ট্র এবং মারাঠী ভাষার প্রতি সম্মান নয়, ভারতের জ্ঞান, দর্শন, আধ্যাত্মিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি। 

নবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। মহারাষ্ট্রের ওয়াশিম-এ আজ ৯.৫ কোটি কৃষকের হাতে পিএম কিষান সম্মান নিধি তুলে দেন তিনি। শ্রী মোদী জানান, ৩০ হাজার কোটি টাকার মুম্বই এমএমআর প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ১২ হাজার কোটি টাকার বেশি থানে মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

 

থানের প্রতি শ্রী বালা সাহেব ঠাকরের বিশেষ ভালোবাসার কথা উল্লেখ করেন শ্রী মোদী। সেই সঙ্গে থানে, মুম্বই এবং মহারাষ্ট্রের মানুষকে তিনি অভিনন্দন জানান। 

শ্রী মোদী বলেন, "বিকশিত ভারত প্রতিটি ভারতবাসীর লক্ষ্য।" বর্তমান সরকারের প্রতিটি সিদ্ধান্ত বিকশিত ভারতের দিকে লক্ষ্য রেখে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে মুম্বই, থানের মতো শহরগুলিকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তোলা দরকার। এ প্রসঙ্গে পূর্বতন সরকারের সমালোচনা করে তিনি বলেন, মুম্বইয়ের জনসংখ্যা, যানবাহন এবং যানজটের চাপ বাড়লেও, এই সমস্যার সমাধানে কোন উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার এই সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং ৩০০ কিলোমিটারের মেট্রো নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। সেই সঙ্গে মেরিন ড্রাইভ থেকে বান্দ্রা পর্যন্ত যাতায়াতের সময় ১২ মিনিট কমেছে। অন্যদিকে, অটল সেতু নির্মাণের ফলে উত্তর ও দক্ষিণ মুম্বাইয়ের মধ্যে দূরত্বও কমেছে। ভারসোভা থেকে বান্দ্রা পর্যন্ত সমুদ্র সেতু প্রকল্প, থানে-বোরিভলি টানেল, থানে সার্কুলার মেট্রো রেল প্রকল্প প্রভৃতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সব উন্নয়নমূলক প্রকল্পের ফলে মুম্বইয়ের চেহারা বদলে যাচ্ছে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। 

 

মহারাষ্ট্র এবং কেন্দ্রে স্থিতিশীল সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার শুধুমাত্র আধুনিক পরিকাঠামোই গড়ে তোলেনি, সেই সঙ্গে সামাজিক পরিকাঠামোকেও মজবুত করেছে। রেল, রাস্তা এবং বিভিন্ন বিমানবন্দরে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন শ্রী মোদী। তাঁর সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে এনেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

 

মহারাষ্ট্র এবং কেন্দ্রে স্থিতিশীল সরকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার শুধুমাত্র আধুনিক পরিকাঠামোই গড়ে তোলেনি, সেই সঙ্গে সামাজিক পরিকাঠামোকেও মজবুত করেছে। রেল, রাস্তা এবং বিভিন্ন বিমানবন্দরে সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন শ্রী মোদী। তাঁর সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমার উপরে তুলে এনেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

 

অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিস ও শ্রী অজিত পাওয়ার উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী একনাথ শিন্ডে, মহারাষ্ট্রের দুই উপ-মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবিস ও শ্রী অজিত পাওয়ার উপস্থিত ছিলেন।

 

Click here to read full text speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
ISRO achieves milestone with successful sea-level test of CE20 cryogenic engine

Media Coverage

ISRO achieves milestone with successful sea-level test of CE20 cryogenic engine
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 13 ডিসেম্বর 2024
December 13, 2024

Milestones of Progress: Appreciation for PM Modi’s Achievements