কলকাতায় দেশের প্রথম বড় নদীর নীচ দিয়ে মেট্রোরেলে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ট্রেনে সওয়ার হলেন প্রধানমন্ত্রী
এটা খুবই গর্বের যে, বড় নদীর নীচ দিয়ে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবা চালু হল হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রেল পথের উদ্বোধনের সঙ্গে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় ১৫,৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক যোগাযোগ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সারা দেশে শহরাঞ্চলে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করে তোলার লক্ষ্যে বেশ কয়েকটি মেট্রো এবং রিজিওনাল রাপিড ট্রানজিট সিস্টেম(আরআরটিএস)প্রকল্প রয়েছে এরমধ্যে। 

সবকটি মেট্রো প্রকল্পেরই সার্বিক নিরীক্ষণ করেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম বড় নদীর নীচ দিয়ে মেট্রো এসপ্ল্যানেড-হাওড়া ময়দান অংশে ট্রেনে সওয়ারও হন তিনি। কথা বলেন সহযাত্রী শ্রমিক এবং স্কুল পড়ুয়াদের সঙ্গে।
ধারাবাহিক এক্সপোস্টে প্রধানমন্ত্রী বলেছেন;
“প্রকল্পে যাঁরা কাজ করেছেন এবং তরুণ প্রজন্মের সঙ্গ পাওয়ায় এই মেট্রো যাত্রা স্মরণীয় হয়ে রইল। হুগলী নদীর নীচে সুড়ঙ্গ দিয়েও যাতায়াত করেছি আমরা।”

“কলকাতার মানুষের কাছে এই দিনটি বিশেষ। শহরের মেট্রো নেটওয়ার্ক প্রসারিত হল অনেকখানি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নততর হবে এবং যানযট কমবে। এটা খুবই গর্বের যে আমাদের দেশে বড় নদীর নীচ দিয়ে মেট্রো পরিষেবার সূচনা হল হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে।”

“কলকাতা মেট্রোয় স্মরণীয় মুহূর্ত। জন শক্তির সামনে আমি মাথা নত করি এবং মানুষের সেবা করে যাব আরও উদ্যমের সঙ্গে।”

 

 

 

 

 

উল্লেখ্য, হাওড়া স্টেশনটি হল দেশের গভীরতম মেট্রো স্টেশন। কলকাতায় আজ তারাতলা-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবারও সূচনা করেন প্রধানমন্ত্রী। এই দুটি অংশ রয়েছে মাটির ওপরে। মাঝেরহাট স্টেশনটি নানান দিক থেকে বিশেষ। এর নীচে রয়েছে সাধারণ রেল পথ, প্ল্যাটফর্ম এবং খাল।  
কলকাতা মেট্রোর এই প্রকল্পগুলির পাশাপাশি প্রধানমন্ত্রী আজ আগ্রা, পুনে এবং কোচির বেশ কয়েকটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন। দিল্লি, মিরাট রিজিওনাল রাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস)-এর একটি অংশেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই পথগুলিতে প্রথম মেট্রো ট্রেনের যাত্রা শুরুর সংকেতও দেন তিনি।

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Centre Earns Rs 800 Crore From Selling Scrap Last Month, More Than Chandrayaan-3 Cost

Media Coverage

Centre Earns Rs 800 Crore From Selling Scrap Last Month, More Than Chandrayaan-3 Cost
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 9 নভেম্বর 2025
November 09, 2025

Citizens Appreciate Precision Governance: Welfare, Water, and Words in Local Tongues PM Modi’s Inclusive Revolution