প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জীবনে সংস্কৃতের দীর্ঘমেয়াদী প্রাসঙ্গিকতার উপর জোর দিয়ে এই প্রসঙ্গে দূরদর্শনের প্রাত্যহিক অনুষ্ঠান সুপ্রভাতম-এর উল্লেখ করেছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“দূরদর্শনের প্রাত্যহিক প্রভাতী অনুষ্ঠান "সুপ্রভাতম"-এ প্রতিদিন একটি করে সংস্কৃত সুভাষিত প্রচার করা হয়। এর মাধ্যমে আমাদের মূল্যবোধ ও সংস্কৃতি একই বুননে বাঁধা পড়ে।”
दूरदर्शनस्य सुप्रभातम् कार्यक्रमे प्रतिदिनं संस्कृतस्य एकं सुभाषितम् अपि भवति। एतस्मिन् संस्कारतः संस्कृतिपर्यन्तम् अन्यान्य-विषयाणां समावेशः क्रियते। एतद् अस्ति अद्यतनं सुभाषितम्.... pic.twitter.com/2eCJXApTSS
— Narendra Modi (@narendramodi) December 9, 2025


