প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ১০০ গিগাওয়াট সোলার পিভি মডিউল উৎপাদন ক্ষমতা অর্জনে আত্মনির্ভরতার লক্ষ্যে এবং দূষণহীন জ্বালানিকে জনপ্রিয় করে তোলার প্রয়াসে ভারতের মাইলফলকের প্রশংসা করেছেন।
এক্স-এ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশীর একটি পোস্টের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন :
“এটা আত্মনির্ভরতার লক্ষ্যে আরও একটি মাইলফলক। ভারতের উৎপাদন ক্ষমতার সাফল্য এবং দূষণহীন জ্বালানিকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে আমাদের প্রয়াসের পরিচায়ক।”
This is yet another milestone towards self-reliance! It depicts the success of India's manufacturing capabilities and our efforts towards popularising clean energy. https://t.co/ZLMkhtSx8u
— Narendra Modi (@narendramodi) August 13, 2025


