প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ছত্তিশগড়ের ২৫তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন যে প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ রাজ্য ছত্তিশগড় আজ অগ্রগতির নতুন মানদণ্ড স্থাপন করছে। তিনি উল্লেখ করেছেন যে একসময় নকশালবাদ দ্বারা প্রভাবিত অনেক অঞ্চল এখন উন্নয়নের ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছে। প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ছত্তিশগড়ের প্রতিভাবান মানুষের কঠোর পরিশ্রম এবং উদ্যোগ একটি বিকশিত ভারত (উন্নত ভারত) এর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এক্স -হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন;
"রাজ্যের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আমার ছত্তিশগড়ের সকল ভাই ও বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রকৃতি ও সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ এই রাজ্য আজ অগ্রগতির নতুন মানদণ্ড স্থাপনে নিয়োজিত। নকশালবাদ দ্বারা প্রভাবিত অনেক এলাকা এখন উন্নয়নের ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছে। আমি নিশ্চিত যে এই পরিশ্রম আর দক্ষ জনগণের নিষ্ঠা এবং উদ্যোগের মাধ্যমে, আমাদের রাজ্য একটি উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
छत्तीसगढ़ के अपने सभी भाई-बहनों को राज्य के स्थापना दिवस की 25वीं वर्षगांठ की अनेकानेक शुभकामनाएं। प्रकृति और संस्कृति को समर्पित यह प्रदेश आज प्रगति के नित-नए मानदंड गढ़ने में जुटा है। कभी नक्सलवाद से प्रभावित रहे यहां के कई इलाके आज विकास की प्रतिस्पर्धा कर रहे हैं। मुझे भरोसा…
— Narendra Modi (@narendramodi) November 1, 2025




