প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় বিভিন্ন উল্লেখযোগ্য পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে কৃষকদের জন্য সাতটি কাস্টম হায়ারিং কেন্দ্র এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য ৯টি পলি গ্রিন হাউস।
জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপালের দপ্তর থেকে করা একগুচ্ছ ট্যুইট সকলের সঙ্গে ভাগ করে প্রধানমন্ত্রী তাঁর ট্যুইটে বলেন :
“উল্লেখযোগ্য এই প্রকল্পগুলির উদ্বোধন, জম্মু ও কাশ্মীরের মানুষের বিশেষ করে উচ্চাকাঙ্খী জেলাগুলির জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের প্রতিশ্রুতি পূরণের এক অনন্য নজির।”
The remarkable range of developmental works inaugurated stand as a testament to our commitment towards enhancing the quality of life for the people of Jammu and Kashmir, especially the aspirational districts. https://t.co/4nFo6RWuul
— Narendra Modi (@narendramodi) June 1, 2023