প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাও এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের শটপাট-এ এফ-৫৬/৫৭ বিভাগে রূপো জয়ের জন্য সোমান রানাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন:
“এশিয়ান প্যারা গেমস-এ পুরুষদের শটপাট-এ এফ-৫৬/৫৭ বিভাগে সোমান রানার দুর্দান্ত রূপো জয়ে আনন্দের সীমা নেই। তাঁকে অভিনন্দন।”
A splendid Silver by Soman Rana in Men's Shot Put F-56/57 category gives us more reasons to celebrate at the Asian Para Games. Congratulations to him. pic.twitter.com/whS6htI7Jl
— Narendra Modi (@narendramodi) October 25, 2023


