देवभूमि के लोगों को बहुत-बहुत बधाई। कोविड के खिलाफ देश की लड़ाई में उत्तराखंड की यह उपलब्धि अत्यंत महत्वपूर्ण है। मुझे विश्वास है कि वैश्विक महामारी से लड़ने में हमारा वैक्सीनेशन अभियान सबसे अधिक प्रभावी साबित होने वाला है और इसमें जन-जन की भागीदारी अहम है। https://t.co/FdfkPWr6dC
— Narendra Modi (@narendramodi) October 18, 2021
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোভিড টিকার প্রথম ডোজ ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেকে নেওয়ায় দেবভূমির জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের লড়াইয়ে উত্তরাখন্ডের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামীর এক ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “দেবভূমির জনসাধারণকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কোভিডের বিরুদ্ধে দেশের লড়াইয়ে উত্তরাখন্ডের এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের টিকাকরণ অভিযান সবচেয়ে বেশি সাফল্য অর্জন করছে। জনসাধারণের অংশগ্রহণের জন্যই এটি সম্ভব হয়েছে বলে আমার বিশ্বাস”।


