প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের ফালোদি জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রী মোদী।
প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের নিকট আত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স-এ পোস্ট করা হয়েছে;
“রাজস্থানের ফালোদি জেলায় দুর্ঘটনায় প্রাণহানিতে অত্যন্ত দুঃখিত। এই সঙ্কটের সময়ে দুর্ঘটনাগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের পাশে আছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
পিএমএনআরএফ থেকে এককালীন সাহায্য হিসেবে মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। পিএম @narendramodi”
Saddened by the loss of lives due to a mishap in Phalodi district, Rajasthan. My thoughts are with the affected people and their families during this difficult time. Praying for the speedy recovery of the injured.
— PMO India (@PMOIndia) November 2, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next…


