প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়পুরে দুর্ঘটনায় জীবনহানিতে গভীর শোকপ্রকাশ করেছেন।
এক্স সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে :
“রাজস্থানের জয়পুরে দুর্ঘটনায় জীবনহানিতে বেদনাহত। নিকট ও প্রিয়জনদের হারিয়েছেন যারা, তাঁদের দুঃখে আমিও সমব্যথী। প্রার্থনা করি আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন।
নিহতদের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা : প্রধানমন্ত্রী @narendramodi । ”
Pained by the loss of lives due to a mishap in Jaipur, Rajasthan. My thoughts are with those who have lost their near and dear ones. I pray that the injured recover soon.
— PMO India (@PMOIndia) November 3, 2025
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would…


