প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আরএসএস-এর বরিষ্ঠ নেতা মদন দাস দেবীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
শ্রী মোদী এক ট্যুইটে বলেছেন, মদন দাস দেবী দেশের সেবায় তাঁর জীবন উৎসর্গ করেছেন। প্রয়াত নেতার সঙ্গে তাঁর গভীর ব্যক্তিগত সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন।
প্রধানমন্ত্রী ট্যুইটে বলেছেন:
“মদন দাস দেবীর দেহাবসানে আমি গভীর শোকাহত। তিনি তাঁর জীবন দেশসেবায় উৎসর্গ করেছেন। তাঁর সঙ্গে আমার কেবলমাত্র ঘনিষ্ঠ সম্পর্কই নয়, তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। শোকের এই মুহূর্তে সমস্ত কার্যকর্তা এবং তাঁর পরিবার পরিজনকে সমবেদনা জানাই।”
श्री मदन दास देवी जी के देहावसान से अत्यंत दुख हुआ है। उन्होंने अपना पूरा जीवन राष्ट्रसेवा में समर्पित कर दिया। उनसे मेरा न सिर्फ घनिष्ठ जुड़ाव रहा, बल्कि हमेशा बहुत कुछ सीखने को मिला। शोक की इस घड़ी में ईश्वर सभी कार्यकर्ताओं और उनके परिवारजनों को संबल प्रदान करे। ओम शांति!
— Narendra Modi (@narendramodi) July 24, 2023


