প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সাউথ ব্লকে ৪৮-তম প্রগতি বৈঠকে পৌরোহিত্য করেছেন। আইসিটি-সক্ষম বহুমুখী এই মঞ্চের লক্ষ্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মিলিত নিরবচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমে অতি সক্রিয় ব্যবস্থাপনা এবং সময় বেঁধে রূপায়ণ সম্পন্ন করা।
বৈঠকে প্রধানমন্ত্রী খনি, রেল এবং জলসম্পদ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের কাজ পর্যালোচনা করেন। এই প্রকল্পগুলি অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেবে। সেগুলির পর্যালোচনা করা হল সময় বেঁধে কাজ করা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং সমস্যা সমাধানের বিষয়ে জোর দিয়ে।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প রূপায়ণে দেরি হলে দুই ভাবে ক্ষতি হয়, খরচ বাড়ে এবং নাগরিকরা প্রয়োজনীয় পরিষেবা এবং পরিকাঠামো থেকে বঞ্চিত হন। তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের আধিকারিকদের সুযোগকে কাজে লাগিয়ে জীবনের মান বৃদ্ধি করতে প্রত্যাশিত ফলের দিকে চোখ রেখে ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
প্রধানমন্ত্রী- আয়ুষ্মান ভারত হেল্থ ইনফ্রাসট্রাকচার বিষয়ে (পিএম-এবিএইচআইএম) পর্যালোচনা করার সময় প্রধানমন্ত্রী সকল রাজ্যকে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গতি আনার পরামর্শ দেন। নজর দিতে বলেন, প্রত্যাশাযুক্ত জেলার পাশাপাশি দুর্গম, আদিবাসী অধ্যুষিত এবং সীমান্ত এলাকায়। তিনি জোর দিয়ে বলেন, গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা পেতে দরিদ্র, প্রান্তিক এবং বঞ্চিত মানুষকে সমান সুযোগ দেওয়া নিশ্চিত করতে হবে। এইসব অঞ্চলে স্বাস্থ্য পরিষেবায় যে ফাঁক আছে তা দ্রুত এবং দীর্ঘমেয়াদী প্রয়াসে ভরাট করার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, পিএম-এবিএইচআইএম গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্যগুলিকে ব্লক, জেলা এবং রাজ্যস্তরে ত্রিস্তরীয় স্বাস্থ্য পরিষেবা কাঠামোকে জোরদার করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
প্রতিরক্ষা ক্ষেত্র বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আত্মনির্ভরতা অর্জনে যে উদাহরণযোগ্য ব্যবস্থা গড়ে তুলেছে তাও পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা পরিমণ্ডলে উদ্ভাবনের প্রকাশ ঘটাতে এর কৌশলগত গুরুত্ব ও তার সম্ভাবনার জন্য তিনি এই উদ্যোগগুলির প্রশংসা করেন। নিঁখুত দক্ষতার সঙ্গে অপারেশন সিঁদুর পরিচালনায় সাফল্যের উদাহরণ দেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী প্রমাণ হিসেবে।
প্রতিরক্ষায় আত্মনির্ভরতা আনার ক্ষেত্রে কীভাবে রাজ্যগুলি অবদান রাখার এবং পরিমণ্ডলকে শক্তিশালী করার জন্য এই সুযোগ নিতে পারে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Chaired the 48th PRAGATI Session earlier this evening. Infrastructure was a key focus, with sectors like mines, railways and water resources being discussed. Reiterated the need for timely completion of projects. Also discussed aspects relating to Prime Minister-Ayushman Bharat…
— Narendra Modi (@narendramodi) June 25, 2025


