প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে তাঁর গ্রীষ্মকালীন আবাস স্যান্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেছেন।
তৃতীয় চার্লস আরোগ্যলাভের পর নিজের কাজকর্ম শুরু করায় প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন। তিনি তৃতীয় চার্লস-এর সঙ্গে আয়ুর্বেদ, যোগ এবং বিশ্বজুড়ে এগুলির ব্যবহারের সুফল সহ স্বাস্থ্য ও সুস্থায়ী জীবনযাপন নিয়ে আলোচনা করেছেন।
তাঁরা উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা করেছেন। ভারত-ব্রিটেন ঐতিহাসিক সর্বাত্মক আর্থিক এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর দ্বিপাক্ষিক সহযোগিতায় এক নতুন গতির সঞ্চার করবে বলে তাঁরা মনে করেন। সুস্থায়ী উন্নয়নে পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে তৃতীয় চার্লসকে জানান শ্রী মোদী। জলবায়ু পরিবর্তন এবং সুস্থায়িত্ব বিষয়ে সহযোগিতা গড়ে তোলার ক্ষেত্রে তাঁরা তাঁদের দৃষ্টিভঙ্গী ব্যক্ত করেন।
কমনওয়েলথ-এ ভারত ও ব্রিটেন কিভাবে একযোগে কাজ করতে পারে তা নিয়ে ব্রিটেনের রাজার সঙ্গে আলোচনা করেছেন শ্রী মোদী।
‘এক পেঢ় মা কে নাম’ অর্থাৎ, মায়ের নামে একটি চারা রোপণ – এই সবুজের অভিযান কর্মসূচিতে তাঁর যোগদানের জন্য প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর হাতে একটি চারাগাছ তুলে দিয়েছেন। আসন্ন শরতে স্যান্ড্রিংহ্যাম এস্টেটে বৃক্ষরোপণের সময় এই চারাগাছটি সেখানে রোপণ করা হবে।
তাঁর আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী ব্রিটেনের রাজাকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে তাঁকে ভারত সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
His Majesty King Charles III is very passionate about nature, environment and sustainable living. Thus, his joining the ‘Ek Ped Maa Ke Naam’ (a tree for Mother) movement is very noteworthy and will inspire people around the world. https://t.co/oHa0rlyZmn
— Narendra Modi (@narendramodi) July 24, 2025
Had a very good meeting with His Majesty King Charles III. We discussed different aspects of India-UK relations, including the ground covered in trade and investment in the wake of CETA and Vision 2035. Other subjects of discussion included education, health and wellness,… pic.twitter.com/kNnIKF3sCv
— Narendra Modi (@narendramodi) July 24, 2025


