প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হ্যাংঝাউ-এ এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ টিমের নজরকাড়া সাফল্যের জন্য রৌপ্য পদক জয়ী মনীষা কীর, প্রীতি রজক এবং রাজেশ্বরী কুমারীর প্রশংসা করেছেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“আমাদের ট্র্যাপ টিমের দক্ষতা ও নিখুঁত লক্ষ্যভেদের নজরকাড়া সাফল্য, যা ভারতকে এই বিভাগে রৌপ্য পদক এনে দিয়েছে! মনীষা কীর, প্রীতি রজক এবং @RiaKumari7-এর অসাধারণ সাফল্য।”
A spectacular display of skill and precision by our Women's Trap Team, as India wins's Silver Medal in this event! Well done Manisha Keer, Preeti Rajak and @RiaKumari7 for the exceptional performance. pic.twitter.com/ne5hfHsZC5
— Narendra Modi (@narendramodi) October 1, 2023


