প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদী এবং প্রধানমন্ত্রী শ্রী অ্যান্তোনিও কোস্টা শনিবার লিসবনে ‘ইন্ডিয়া-পর্তুগালইন্টারন্যাশনাল স্টার্ট-আপ হাব’ (আই.পি.আই.এস.এইচ.) নামে এক অনন্য স্টার্ট-আপপোর্টালের সূচনা করলেন|
এটি স্টার্ট-আপ ইন্ডিয়া’রউদ্যোগে এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রক ও স্টার্ট-আপ পর্তুগালের সহযোগিতায় গঠিত একটিমঞ্চ যা পরস্পরের ক্ষেত্রে সহায়ক উদ্যোক্তা অংশিদারিত্বের জন্য তৈরি করা হয়েছে|
আই.পি.আই.এস.এইচ.-এর মধ্যেরয়েছে উপকরণের বিস্তৃত প্রেক্ষাপট এবং ব্যাঙ্গালোর, দিল্লি ও লিসবনের স্টার্ট-আপহটস্পটগুলো নিয়ে তথ্য এবং নীতি, কর, ভিসা’র নানা পছন্দ সহ সংশ্লিষ্ট বিষয়গুলি| এটাস্টার্ট-আপকে সহায়তা করার জন্য বাজারের সঙ্গে সংযুক্ত হওয়ার একটি নির্দেশিকা তৈরিকরবে|
আই.পি.আই.এস.এইচ. পারস্পরিকসক্ষমতা তৈরিতে সহায়তা করবে এবং তা সংশ্লিষ্ট ক্ষেত্রের স্টার্ট-আপ, বিনিয়োগকারী ওসঠিক পরিবেশের মধ্যে সংযোগে সহায়তা করবে বলে আশা করা যাচ্ছে| তাছাড়া তা দুই দেশেরস্টার্ট-আপকে পথ প্রদর্শনের জন্য ভারত ও পর্তুগালে সম্মানীয় রাষ্ট্রদূতগণের মধ্যেএকটি নেটওয়ার্ক গঠন করবে বলেও আশা করা হচ্ছে|
ভারত ও পর্তুগালের স্টার্ট-আপক্ষেত্রের মধ্যে শক্তিশালী সমন্বয় ও সহযোগিতা রয়েছে| ইউরোপের মধ্যে পর্তুগাল বাণিজ্যসৃষ্টির ক্ষেত্রে প্রথম সারির একটি দেশ এবং তা উদ্যোগীদের জন্য সবচেয়ে প্রভাবশীলপরিবেশগুলোর মধ্যে একটি| ২০১৬ সাল থেকে লিসবন তিন বছরের জন্য বার্ষিক আন্তর্জাতিকপ্রযুক্তি সম্মেলন ‘ওয়েব শীর্ষ সম্মেলন’-এর আয়োজন করছে| গত ওয়েব শীর্ষ সম্মেলনেভারত থেকে ৭০০ জন প্রতিনিধি ছিলেন এবং এ বছর এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেই আশাকরা যাচ্ছে| ভারত ও পর্তুগালের সরকার স্টার্ট-আপকে সহায়তা ও সহযোগিতা করার জন্যবিশেষ গুরুত্ব দিচ্ছে|
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep grief over the loss of lives due to a mishap in Nashik, Maharashtra.
Shri Modi also prayed for the speedy recovery of those injured in the mishap.
The Prime Minister’s Office posted on X;
“Deeply saddened by the loss of lives due to a mishap in Nashik, Maharashtra. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon: PM @narendramodi”
Deeply saddened by the loss of lives due to a mishap in Nashik, Maharashtra. My thoughts are with those who have lost their loved ones. I pray that the injured recover soon: PM @narendramodi
— PMO India (@PMOIndia) December 7, 2025
महाराष्ट्रात, नाशिक येथे दुर्घटनेत झालेल्या जीवितहानीबद्दल मला अत्यंत दुःख झाले आहे. ज्यांनी आपल्या प्रियजनांना गमावले आहे, त्यांच्या प्रति मी संवेदना व्यक्त करतो. जखमींच्या तब्येतीत लवकर सुधारणा व्हावी अशी मी प्रार्थना करतो: पंतप्रधान @narendramodi
— PMO India (@PMOIndia) December 7, 2025


