দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ শিখর সম্মেলনের ফাঁকে আজ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এর আগে এ বছরের জুন মাসে কানাডার কানানাস্কিসে জি-৭ শিখর সম্মেলনের অবসরে তাঁরা বৈঠক করেছিলেন।
দিল্লিতে জঙ্গী হামলার প্রেক্ষিতে ভারতের পাশে থাকা এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় নতুন দিল্লির সঙ্গে একযোগে কাজ করার কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। দুই নেতা ‘সন্ত্রাসবাদীদের হাতে অর্থ যোগানের মোকাবিলায় ভারত – ইতালি যৌথ উদ্যোগ’ - এর কথা বলেন। এক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স কিংবা গ্লোবাল কাউন্টার টেরোরিজম ফোরাম – এর মতো বহুপাক্ষিক মঞ্চে সমন্বয় রক্ষা করা ঐ উদ্যোগের লক্ষ্য।
বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং জনসংযোগের মতো বিষয়ে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের নানা দিক পর্যালোচনা করেন তাঁরা। যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২৯ এর কাজ যেভাবে এগিয়ে চলেছে, তা উৎসাহব্যঞ্জক বলে দুই প্রধানমন্ত্রী মনে করেন।

এই বছর নতুন দিল্লির বিজনেস ফোরা এবং ব্রেসকিয়া সমারোহে সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রগুলির প্রতিনিধিত্ব জোরদার হওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য, প্রযুক্তি, উদ্ভাবনা এবং বিনিয়োগের ক্ষেত্রে অংশীদারিত্ব দু’দেশের পক্ষেই সুবিধাজনক এবং স্থিতিশীল সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলার সহায়ক বলে তাঁরা মনে করেন।
মহাকাশ ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধিতে সম্প্রতি ইতালির প্রতিনিধিদলের ভারত সফর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দুই প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সরকারি ও বেসরকারি ক্ষেত্র জুড়ে এই বিষয়ে কাজ চলবে বলে তাঁরা জানিয়েছেন।
ভারত – ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে ইতালির আগ্রহের কথা তুলে ধরেন মেলনি। ২০২৬ – এ ভারতে হতে চলা এআই ইমপ্যাক্ট সামিটের সাফল্যও কামনা করেন তিনি।
গণতন্ত্র, আইনের শাসন এবং পরিবেশ-বান্ধব বিকাশের দিশায় একযোগে কাজ করার জন্য তাঁরা ধারাবাহিক আলোচনার মধ্যে থাকবেন বলে ভারত ও ইতালির প্রধানমন্ত্রী জানিয়েছেন।
Had a very good meeting with Prime Minister Giorgia Meloni. The India-Italy Strategic Partnership is growing from strength to strength, greatly benefitting the people of our nations. @GiorgiaMeloni pic.twitter.com/rX4NUYpl3x
— Narendra Modi (@narendramodi) November 23, 2025
India and Italy are announcing a Joint Initiative for cooperation in combating financing of terrorism. This is a necessary and timely effort, which will strengthen humanity’s fight against terrorism and its support networks.
— Narendra Modi (@narendramodi) November 23, 2025


