প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী , ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ও অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপের ফাইনালিস্ট লক্ষ্য সেনের প্রশংসা করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “@lakshya_sen আপনার জন্য আমরা গর্বিত। আপনি দারুণ খেলেছেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি নিশ্চিত আপনি সাফল্যের নতুন শিখরে পৌছাবেন”।
Proud of you @lakshya_sen! You’ve shown remarkable grit and tenacity. You put up a spirited fight. Best wishes for your future endeavours. I am confident you will keep scaling new heights of success.
— Narendra Modi (@narendramodi) March 20, 2022


