QuoteWoman power in Manipur has always been a source of inspiration for the country: PM Modi
QuoteIndia’s growth story shall never be complete until the eastern part of our country progresses at par with the western part: PM Narendra Modi

খুরুমজারি,  

ইক-হইগিসরকার-বুথাজা-বিরিবা মনিপুরগি প্রজা পুম-নামাকু থাগত-চারি   

সবার আগেমনিপুরের জনগণকে অনেক অনেক শুভেচ্ছা|  

মুখ্যমন্ত্রীশ্রী এন. বীরেন সিংহজি ’ র নেতৃত্বেরাজ্য সরকার কাল এক বছর পূর্ণ করেছে| শাসন কীভাবে চালাতে হয়, উন্নয়নের প্রকল্পেকীভাবে কাজ হয়, স্থায়িত্বের অর্থ কী, কেন্দ্র ও রাজ্য সরকারগুলো সম্মিলিতভাবে যদিকাজ করে, তাহলে এর কী প্রভাব পড়ে — আজ মনিপুরেরঅসাধারণ ছবি এই সমস্ত প্রশ্নের উত্তর প্রদর্শন করছে|  

আপনাদেরচোখের ঔজ্জ্বল্য, আপনাদের খুশি এটা বলছে যে, রাজ্য সরকার কতটুকু ভালো কাজ করছে|যেভাবে বিশাল সংখ্যায় আপনারা দূর-দূরান্ত থেকে আমাকে আশির্বাদ দেওয়ার জন্য এসেছেন,তার জন্য আমরা সবাই অনেক কৃতজ্ঞ|   

আমিমনিপুরের জনগণের, এখানকার প্রশাসন ও রাজ্য সরকারের গত এক বছরে করা কাজের জন্য,তাদের অভিজ্ঞতার জন্য হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি|  

আমার মনেআছে, গত বছর ফেব্রুয়ারি মাসে যখন আমি এখানে এসেছিলাম, তখন আমি বলেছিলাম যে, পনেরোবছরে যা কংগ্রেস সরকার করতে পারেনি, তা আমাদের রাজ্য সরকার পনেরো মাসে করে দেখাবে|পনেরো মাস পূর্ণ হতে এখনও তিন মাস বাকি রয়েছে| কিন্তু মনিপুরের পরিবর্তনস্পষ্টভাবে দেখা যাচ্ছে| আগের সরকারের নীতি ও সিদ্ধান্তে সমাজে যেসব নেতিবাচক বিষয়এসে গিয়েছিল, সেগুলোকে বীরেনজি ’ র সরকারবদলে দিয়েছে| আইন-শৃঙ্খলাই হোক, দুর্নীতি ও স্বচ্ছতা হোক অথবা পরিকাঠামোর সঙ্গেযুক্ত কাজ হোক — সমস্ত দিক দিয়ে মনিপুরের সরকার দ্রুতকাজ করে চলেছে|  

বন্ধুগণ,  

মনিপুরেরউন্নয়নের জন্য আজ আমি প্রায় সাড়ে সাতশ কোটি টাকার প্রকল্প শুরু করার অথবা জাতিরউদ্দেশে উত্সর্গীকৃত করার সৌভাগ্য পেয়েছি| এইসব প্রকল্পগুলো প্রত্যক্ষভাবে এখানকারতরুণ-তরুণীদের স্বপ্ন, তাদের প্রতিভা, তাদের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন ওএলাকার কানেক্টিভিটির সঙ্গে সম্পর্কিত| আমার বিশ্বাস যে, এইসব প্রকল্পগুলো রাজ্যেরউন্নয়নকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে|  

ভাইও বোনেরা,  

খেলাধুলা আজশুধুমাত্র মনোরঞ্জন আর সুস্থ থাকার বিষয় হিসেবেই রয়ে যায়নি| খেলাধুলা এখন একউদ্যোগও| আজ তা এক সম্পূর্ণ সময়ের পেশাও| আমাদের সরকারের প্রয়াস হচ্ছে, দেশেরতরুণ-তরুণীদের আধুনিক প্রশিক্ষণের সঙ্গে সমস্ত সুবিধা প্রদান করা| বিশেষ করেউত্তর-পূর্বাঞ্চলের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর সামর্থ্য ও তাদের প্রতিভাকে অনুধাবন করেকেন্দ্রীয় সরকার ৫০০ কোটি টাকার বরাদ্দ দিয়ে জাতীয় ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করারসিদ্ধান্ত নিয়েছিল| আমি আনন্দিত যে, এই বছরের জানুয়ারি মাস থেকে এখানে দু ’ টিকোর্স শুরুও হয়ে গেছে| আজ যে ক্যাম্পাসের শিলান্যাস আমি করেছি, এর কাজ শেষ হওয়ারপর এখানে তরুণ-তরুণীদের ক্রীড়া প্রতিভাকে সামনে নিয়ে আসা, একে প্রশিক্ষণ দেওয়ায়আরও বেশি সুবিধা হবে|  

|

ভাইও বোনেরা,  

আমাদেরসরকার দেশকে ক্রীড়া ক্ষেত্রে সুপার পাওয়ার করার জন্য সংকল্প নিয়ে চলেছে| সম্প্রতিআমরা ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নের জন্য  ‘ খেলোইন্ডিয়া ’  নামের এক জাতীয় কর্মসূচি শুরুকরেছি| খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের বাছাই করাএক হাজার প্রতিভাবান অ্যাথলেট-এর ওপর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় করা হবে| আমিমনিপুরের তরুণ-তরুণীদেরও আহ্বান করবো যে, যতটুকু সম্ভব এই যোজনার সুযোগ গ্রহণকরুন| আমাদের লক্ষ্য হচ্ছে, স্কুলের পর্যায়ে প্রতিভাকে বাছাই করে তাকে আরও এগিয়েনিয়ে যাওয়া| সম্প্রতি এই কর্মসূচির অধীনে খেলো ইন্ডিয়া গেমসের আয়োজন করা হয়েছিল|আমি আনন্দিত যে, তাতেও মনিপুর নিজের প্রতিভার নজির রেখেছে এবং পদক তালিকায় পঞ্চমস্থান দখল করেছে| মনিপুর দেশের বড় রাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়ে ১৩টি স্বর্ণপদক সহ৩৪টি পদক জয় করেছে| এর জন্য এখানকার যুব সমাজকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি|শুধুমাত্র মনিপুরই নয়, এই গেমসে উত্তর-পূর্বাঞ্চলের বাকি রাজ্যগুলোর ছেলেমেয়েরাওঅসাধারণ প্রদর্শন করেছে|  

বন্ধুগণ,  

আজ এখানেখেলাধুলার সঙ্গে যুক্ত আরও একটি বড় প্রকল্পের উদ্বোধন হয়েছে| মনিপুরের প্রথমমাল্টি স্পোর্টস কমপ্লেক্স এখন এখানকার তরুণ-তরুণীর জন্য তুলে দেওয়া হলো| এইমাল্টি স্পোর্টস কমপ্লেক্সে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়াই হবে না, এখানে ভালোটুর্নামেন্টেরও আয়োজন করা যাবে|  

ভাইও বোনেরা,  

মনিপুরদেশের এমন এক রাজ্য, যে খেলাধুলার মধ্য দিয়ে মহিলা ক্ষমতায়নকে সত্যি করে দেখিয়েছে|এখানকার মহিলা খেলোয়াড়গণ অলিম্পিক থেকে শুরু করে কমনওয়েলথ ক্রীড়া পর্যন্ত দেশেরনাম উজ্জ্বল করেছেন| ফুটবল, কুস্তি, মুষ্টিযুদ্ধ, ভারোত্তলন ও তীরন্দাজির মতো খেলায়এই রাজ্য মেরি কম, মীরাবাই চানু, বমবাইলা দেবী লেইশরাম ও সরিতা দেবীর মতো অনেকচ্যাম্পিয়ান দিয়েছে| এই রাজ্যের মহিলাদের ক্ষমতায়ন সবসময়ই গোটা দেশের কাছে একঅনুপ্রেরণার উত্স হয়ে রয়েছে| আজ এই অনুষ্ঠানে আমি মহান বিপ্লবী ও জাতির কন্যা রানীগাইদিনলিউকে অভিবাদন জানাচ্ছি| আজ তাঁর নামে একটি পার্কের উদ্বোধন করারও সুযোগ আমিপেয়েছি|  

|

বন্ধুগণ,  

নারীক্ষমতায়নের প্রধান ভিত্তি হচ্ছে মেয়েদের শিক্ষা| কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারদেশজুড়ে  ‘ বেটি বাঁচাও বেটি পড়াও ’ কর্মসূচির সূচনা করেছে| এই কর্মসূচি ইতিবাচক ফল নিয়ে এসেছে| আমি আনন্দিত যে,পাহাড়ি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে মেয়েরা পড়াশুনার জন্য যেসব সমস্যার সম্মুখীনহয়, তা কমানোর জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে| রাজ্য সরকার উপজাতি এলাকাগুলোতেমেয়েদের জন্য নতুন হোস্টেল নির্মাণের কাজ হাতে নিয়েছে| আজ আমি এ ধরনের একটিহোস্টেলের উদ্বোধন করেছি| মনিপুরের মহিলারা কৃষি থেকে হস্তকারু শিল্প পর্যন্তবিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত| মহিলারা যাতে তাঁদের পণ্যের বিক্রি করারক্ষেত্রে কোনো ধরনের সমস্যায় না পড়েন, তার জন্য সম্পূর্ণরূপে মহিলাদের পরিচালিতবাজার তৈরি করা হচ্ছে| শ্রী বীরেন জি ’ রনেতৃত্বাধীন সরকার গোটা রাজ্যেই এই ধরনের বাজার তৈরি করছে| এ ধরনের একটি বাজারেরউদ্বোধন আমি করেছি| সরকারের ই-মার্কেটকেও যাতে জনপ্রিয় করে তোলা যায়, তার জন্যপদক্ষেপ গ্রহণ করতে আমি শ্রী বীরেন জি ’ কে অনুরোধজানাবো| সরকারের কাছে পণ্য বিক্রি করার জন্যও এটা একটা মঞ্চ| তা থেকে মনিপুরেরমহিলারা প্রচুর সুবিধা পেতে পারেন| আজ আমি রাজ্যে ১০০০টি অঙ্গনওয়াড়ি সেন্টারেরওউদ্বোধন করেছি| এই কেন্দ্রগুলো হাজার হাজার মা ও তাদের শিশুর স্বাস্থ্যের উন্নয়নেরজন্য এক মাধ্যম হিসেবে কাজ করবে|  

তাছাড়াসম্প্রতি নারী দিবসে যে জাতীয় পুষ্টি মিশনের সূচনা হয়েছে, তা থেকেও তারা লাভবানহবেন| এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে, পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা ও টিকা দেওয়ারক্ষেত্রে একটা লক্ষ্যপূর্ণ পদ্ধতি গ্রহণ করা|    

যেসবচিকিত্সক, শিক্ষক ও নার্সদের পোস্টিং পাহাড়ি জেলাগুলোর প্রত্যন্ত ও দূরবর্তীএলাকায় রয়েছে, সেই জায়গায় যথাযথভাবে থাকার সুযোগ না থাকায় তারা অনেক কষ্টেরমুখোমুখি হচ্ছেন| এই সমস্যা দূর করতে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার ১৯টি জায়গায় আমিচিকিত্সক, ডাক্তার ও নার্সদের থাকার সুবিধার জন্য আবাসন নির্মাণের ভিত্তিপ্রস্তরস্থাপন করেছি| আমি নিশ্চিন্ত যে, এই উদ্যোগের ফলে এ ধরনের অঞ্চলের মানুষদেরউত্সর্গীকৃত সেবা প্রদানে স্বাস্থ্যকর্মীরা উদ্দীপিত হবেন|  

বন্ধুগণ,  

উত্তর-পূর্বাঞ্চলনিয়ে আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে  ‘ পরিবহনেরমাধ্যমে রূপান্তর ’ | আমাদের দৃষ্টি হচ্ছে যোগাযোগেরওপর| হেলিকপ্টার পরিষেবার মাধ্যমে মনিপুরের প্রত্যন্ত এলাকাকে সংযুক্ত করার জন্যকাজ চলছে| বিভিন্ন ধরনের সড়ক প্রকল্প নিয়েও কাজ করছে সরকার| আমিও আজ একটিগুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছি|  

পর্যটনেরক্ষেত্রে তুলে ধরার মতো মনিপুরের অনেক বিষয় রয়েছে:- বন ও বন্যপ্রাণী, নীল পাহাড়,সতেজ সবুজ উপত্যকা, ছবির মতো সুন্দর চা-বাগান এবং বৈচিত্র্যময় সংস্কৃতি| এইঅঞ্চলের ইংরেজি বলা উচ্চ শিক্ষিত যুব-অংশ মনিপুরকে এক আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবেগড়ে তোলার জন্য একেবারেই সঠিক| যদি তা সঠিকভাবে করা যায়, তাহলে পর্যটনের ক্ষেত্রটিএই অঞ্চলের সবচেয়ে বড় কর্মসংস্থানের বিষয় হয়ে উঠতে পারে|   

আমি ইম্ফলেরকাছাকাছি জনপ্রিয় পাহাড় চেইরাওচিং-এ ইকো-ট্যুরিজমের জন্যও শিলান্যাস করেছি| কেভট্যুরিজম প্রজেক্টের জন্যও ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে|  

বন্ধুগণ,  

আমি সবসময়বলে এসেছি, দেশের পশ্চিম অংশের সঙ্গে সমান তালে যতক্ষণ পর্যন্ত না পূর্ব অংশেরউন্নতি হচ্ছে, ততক্ষণ ভারতের উন্নয়ন সম্পূর্ণ হতে পারবে না| ভারতের প্রবৃদ্ধির একনতুন চালিকা শক্তি হতে পারে উত্তর-পূর্বাঞ্চল| উত্তর-পূর্বাঞ্চল যাতে দেশের বাকিঅংশের সঙ্গে সমান তালে এগিয়ে যেতে পারে, তার জন্য এই অঞ্চলের বিশেষ চাহিদারদিকগুলো আমরা দেখছি|  

বিভিন্নমন্ত্রক তাদের চলতি প্রকল্পগুলোতে উত্তর-পূর্বাঞ্চলের জন্য বিশেষ ব্যবস্হা গ্রহণকরছে| সবগুলো মন্ত্রককে এই অঞ্চলের জন্য তাদের বাজেটে ১০ শতাংশ অর্থ রাখার জন্যবাধ্যতামূলক করা হয়েছে এবং এর সম্পূর্ণ ব্যবহারই আমার সরকারের প্রধান প্রচেষ্টা|আমি আমার মন্ত্রিসভার সহযোগীদের বলেছি, বাধ্যতামূলকভাবে নিয়মিত এই অঞ্চল পরিদর্শনকরার জন্য এবং বিভিন্ন প্রকল্প রূপায়ণ সঠিকভাবে করতে সেগুলোর পর্যালোচনা করারজন্য| এখন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীগণের এ ধরনের ২০০ টি ’ রবেশি সফর হয়েছে| গত চার বছরে আমি ২৫ বারের বেশি উত্তর-পূর্বাঞ্চল সফর করেছি|  

এই অঞ্চলেরপরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ জোর দিয়েছে| গত তিন বছরেউত্তর-পূর্বাঞ্চলের রেল নেটওয়ার্কের উন্নয়নের জন্য বার্ষিক গড়ে ৫,৩০০ কোটি টাকাব্যয় করা হয়েছে| যা এর আগের পাঁচ বছরের ব্যয়ের তুলনায় আড়াইগুণ বেশি| মনিপুরেরজিরিবাম স্টেশন ২০১৬ সালে ব্রডগেজ রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে| আমি ২০১৬ সালের মেমাসে জিরিবামগামী প্রথম যাত্রীবাহী ট্রেনের সূচনা করেছিলাম| আজ উত্তর-পূর্বাঞ্চলেরআটটি রাজ্যের মধ্যে সাতটি রাজ্যই রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে| উত্তর-পূর্বাঞ্চলেরইম্ফল সহ সবগুলো রাজ্যের রাজধানীকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার জন্য কাজচলছে|  

জিরিবাম-ইম্ফলনতুন লাইন প্রজেক্টে ১৪১ মিটার উচ্চতার পৃথিবীর সর্বোচ্চ ব্রিজ তৈরি হচ্ছে| এইলাইনেই ১১.৫৫ কিলোমিটার দীর্ঘ সুরঙ্গের কাজও হচ্ছে, এটাও একটা মাইলফলক|  

২০১৪ সালেরশুরুতে রাজ্যের ঘোষিত জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য ছিল মাত্র ১২০০ কিলোমিটার| কিন্তু গতচার বছরে আমরা আরও ৪৬০ কিলোমিটার সড়ককে জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণা দিয়েছি, যাঅন্তত ৩৮ শতাংশ বৃদ্ধি| পরবর্তী তিন-চার বছরে কেন্দ্রীয় সরকার মনিপুরের জাতীয়মহাসড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নের জন্য প্রায় ৩০,০০০ কোটি টাকাবিনিয়োগ করতে যাচ্ছে|  

জাতীয়মহাসড়ক নির্মাণ করা ছাড়াও  ‘ প্রধানমন্ত্রীগ্রামীণ সড়ক যোজনায় ’  আমরা গ্রামীণ বসতিগুলোকে প্রধানসড়কগুলোর সঙ্গে সংযুক্ত করার দিকেও দৃষ্টি দিচ্ছি| কেন্দ্রীয় সরকার এই প্রকল্পেরঅধীনে গত চার বছরে এই রাজ্যের জন্য ১০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে| এই সময়েরমধ্যে আমরা ১৫০টি বসতিকে যুক্ত করেছি| এইসব প্রচেষ্টা হচ্ছে রাজ্যের সড়ক সংযোগেরউন্নয়নে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন|  

কেন্দ্রীয় সরকার ‘ উত্তর-পূর্বাঞ্চল বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প ’ নামে একটি নতুন কেন্দ্রীয় প্রকল্পের অনুমোদন দিয়েছে| নির্দিষ্ট ক্ষেত্রগুলোতেপরিকাঠামো নির্মাণের শুন্যস্থান পূরণ করবে এই প্রকল্প|  

|

বন্ধুগণ,  

গুয়াহাটিতে২০১৪ সালে পুলিশের মহানির্দেশকদের বার্ষিক সম্মেলনে আমি বিরাট সংখ্যায় পুলিশনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানিয়েছিলাম| সে অনুযায়ী দিল্লি পুলিশের কসমোপলিটানচরিত্র রক্ষার জন্য আমরা উত্তর-পূর্বাঞ্চল থেকে পুলিশকর্মীদের সংখ্যা বাড়ানোর জন্যপদক্ষেপ গ্রহণ করেছি| আমি এই বিষয়টা জানাতে পেরে আনন্দিত যে, ২০১৬ সালে উত্তর-পূর্বাঞ্চলথেকে ১৩৬ জন মহিলা সহ ৪৩৮জন প্রার্থী দিল্লি পুলিশে যোগ দিয়েছেন| এর মধ্যে মনিপুররাজ্য থেকে রয়েছেন ৪৯ জন|  

সম্প্রতি,ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলের জন্য দশটি ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়নের অনুমোদনদিয়েছে, যার মধ্যে মনিপুরের দুটি ব্যাটালিয়ন রয়েছে| এই দুটি ব্যাটালিয়ন রাজ্যের২০০০-এর মত যুবককে প্রত্যক্ষভাবে কাজের সুযোগ প্রদান করবে|  

আমরানাগরিক-কেন্দ্রিক এক প্রশাসনকে গঠন করেছি এবং আমরা জনগণের সঙ্গে নিয়মিতভাবে ওগঠনমূলক মত-বিনিময়ের জন্য প্রক্রিয়া শুরু করেছি| মনিপুরের ইতিহাসে এ ধরনেরমত-বিনিময় কখনও শোনা যায়নি| “মিয়ামগি নুমিত” এবং “হিল লিডার্স ডে” হচ্ছে এইদৃষ্টিভঙ্গিরই প্রচেষ্টা| আমি জানতে পেরেছি, এ ধরনের ২৪টি মত-বিনিময় অনুষ্ঠানহয়েছে, যেখানে ১৯ হাজারেরও বেশি মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে পেরেছেন|  

আমাকে বলাহয়েছে যে, রাজ্য সরকার জনগণের অভিযোগকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে|মুখ্যমন্ত্রীর দফতরে শুল্কবিহীন নম্বর সহ একটি অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে|   

সরকারের  ‘ গোটু হিলস ’  উদ্যোগটি এক স্বাগত পদক্ষেপ|সরকারকে জনগণের আরও কাছে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে সবগুলোপাহাড়ি জেলায় সফর করছেন|  

মনিপুর যখনকোনো কিছু করার জন্য সিদ্ধান্ত নেয়, তখন কোনো শক্তিই তা বাস্তবায়িত হওয়া থেকেঠেকাতে পারে না| এই মনিপুর ভূমিতেই ১৯৪৪ সালে নেতাজি বসু ’ রআই.এন.এ. স্বাধীনতার তূর্যনিনাদ জানিয়েছিল| যা জাতিকে উদ্দীপিত করেছিল এবংস্বাধীনতার সংগ্রামকে প্রয়োজনীয় শক্তি প্রদান করেছিল|  

আজ মনিপুরনব-ভারতের উদয়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সিদ্ধান্ত গ্রহণকরেছে| উন্নয়নের রাজনীতি ও সুপ্রশাসন বলতে সত্যিকার অর্থে কী বুঝায়, মনিপুর তা গতএক বছরে প্রদর্শন করেছে|  

বন্ধুগণ,  

এক বছর আগেযে ভালবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার জন্যই আমরা এইসব কাজ করতে পারছি|  

আমি আপনাদেরআশ্বস্ত করতে চাই যে, শ্রীযুক্ত এন. বীরেন সিংহজি ’ রটিমকে আমার পক্ষ থেকে সম্পূর্ণ সহায়তা দিয়ে যাবো|  

আমি আরওএকবার একবছর পূর্ণ করার জন্য রাজ্য সরকারকে, উন্নয়নের এই প্রকল্পগুলোর জন্যরাজ্যের মানুষদের বিশেষ করে এখানকার নব-যুবদের আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি|  

আরও একবারআপনাদের সবাইকে অনেক-অনেক ধন্যবাদ!!!  

ময়ামাবু  

থাগত-চারি  

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin

Media Coverage

Indian economy 'resilient' despite 'fragile' global growth outlook: RBI Bulletin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM attends the Defence Investiture Ceremony-2025 (Phase-1)
May 22, 2025

The Prime Minister Shri Narendra Modi attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1) in Rashtrapati Bhavan, New Delhi today, where Gallantry Awards were presented.

He wrote in a post on X:

“Attended the Defence Investiture Ceremony-2025 (Phase-1), where Gallantry Awards were presented. India will always be grateful to our armed forces for their valour and commitment to safeguarding our nation.”