Jhunjhunu: PM Narendra Modi launches expansion of Beti Bachao, Beti Padhao movement and National nutrition Mission
PM Narendra Modi strongly pitches for treating daughters and sons as equal
Daughters are not burden, they are our pride: PM Narendra Modi

আন্তর্জাতিকনারী দিবস উপলক্ষে রাজস্থানের ঝুনঝুনুতে আজ জাতীয় পুষ্টি মিশনের সূচনা করলেনপ্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এরই পাশাপাশি, আজ সেখানে ‘বেটি বাঁচাও বেটিপড়াও’ কর্মসূচির প্রসার ও সম্প্রসারণের কথাও ঘোষণা করলেন তিনি।

যে সমস্তজেলার উন্নয়নমূলক কর্মসূচির বিশেষ প্রয়োজন ও চাহিদা রয়েছে, সেখানকার জেলাশাসকদেরসঙ্গেও কথা বলেন শ্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কর্মসূচিরসুফল গ্রহীতা মা ও কন্যাসন্তানদের সঙ্গেও পৃথকভাবে এক আলোচনায় মিলিত হন তিনি। 

এইকর্মসূচি রূপায়ণে যে জেলাগুলি বিশেষ সাফল্যের নজির রেখেছে সেগুলির অনুকূলেশংসাপত্রও বন্টন করেন তিনি।

এই উপলক্ষেরাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রীমতী বসুন্ধরা রাজে তাঁর ভাষণে বলেন যে একটিগুরুত্বপূর্ণ কর্মসূচির সূচনা এবং অন্য আরেকটি প্রকল্পের প্রসার ও সম্প্রসারণেরআনুষ্ঠানিক ঘোষণার স্থান হিসেবে রাজস্থানকে বেছে নেওয়ার জন্য তিনি আনন্দিত। নারীক্ষমতায়নের লক্ষ্যে তাঁর রাজ্য সর্বদাই প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন জানিয়েযাবে বলে ঘোষণা করেন তিনি।

কর্মসূচিদুটির সূচনা ও ঘোষণা উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে ভাষণদানকালে শ্রী মোদী বলেনযে প্রযুক্তির কল্যাণে সমগ্র দেশের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে ঝনঝুনুর। ‘বেটিবাঁচাও বেটি পড়াও’ আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঝুনঝুনু জেলার সাফল্যেতিনি সন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন যে এক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের কোনপ্রশ্নই উঠতে পারে না।

ছেলেদের মতোমেয়েরাও যাতে গুণগত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার ওপর বিশেষজোর দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কন্যাসন্তান কোন বোঝা নয়, বরং তাঁরা নানাভাবেদেশকে গর্বিত ও সম্মানিত করেছে। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে তাঁদের সাফল্য ওপারদর্শিতা উল্লেখের দাবি রাখে।

শিশুদেরউপযুক্ত পুষ্টির ওপরও জোর দেন শ্রী মোদী। তিনি বলেন, নারী ও শিশুদের জীবনে একবিশেষ ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে ‘মিশন ইন্দ্রধনুষ’ কর্মসূচিটি।

Click here to read full text speech

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors

Media Coverage

PLI schemes attract ₹2 lakh crore investment till September, lift output and jobs across sectors
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 12 ডিসেম্বর 2025
December 12, 2025

Citizens Celebrate Achievements Under PM Modi's Helm: From Manufacturing Might to Green Innovations – India's Unstoppable Surge