নৌবাহিনী দিবস উপলক্ষে নৌ-সেনা ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী সমুদ্রের সুরক্ষার জন্য ভারতীয় নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান ও সঙ্কটের সময়ে মানুষদের কাছে পৌঁছানোর মানবিক প্রচেষ্টার প্রশংসা করেন।
On Navy Day, greetings to all navy personnel and their families. pic.twitter.com/O36rKhnC4I
— Narendra Modi (@narendramodi) December 4, 2017


