India & Israel are committed to advance our engagement on several fronts: Prime Minister
Our engagement is multi-dimensional and wide-ranging: PM Modi to President of Israel
Our economic initiatives, emphasis on innovation, research & technological development match well with Israel’s strengths & capacities: PM
Israeli companies can scale up their tie-ups with our schemes of Make in India, Digital India, Skill India, and Smart Cities: PM
President Rivlin and I deeply value our strong and growing partnership to secure our societies: Prime Minister Modi
India is grateful to Israel for its clear support to India’s permanent candidature in a reformed UN Security Council: PM Modi
মহামান্যরাষ্ট্রপতি রেউভেন রিভলিন এবং সংবাদ মাধ্যমের বন্ধুগণ,

আমি রাষ্ট্রপতিরেউভেন রিভলিন ও তাঁর বিশিষ্ট প্রতিনিধিবর্গকে ভারতে স্বাগত জানাতে পেরে সম্মানিতবোধ করছি| রাষ্ট্রপতি রিভলিনের এটাই প্রথম ভারত সফর| এই বিশেষ অনুষ্ঠানে তাঁকেপেয়ে আমরা নন্দিত| মহামান্য, আপনার এই সফর আমাদের অংশীদারিত্বের নতুন স্তম্ভনির্মাণের ক্ষেত্রে আমাদের প্রচেষ্টায় বিশেষ গতি সঞ্চার করবে| গত বছর ভারতেররাষ্ট্রপতির প্রথমবারের মত ইসরায়েল সফরের ফলে যে প্রেরণার সৃষ্টি হয়েছিল, আপনারসফর তাকে আরও এগিয়ে নিয়ে যাবে| আগামী বছর দুই দেশ সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্কেরপঁচিশ বছর উদযাপন করবে| এই বিশেষ মাইল-ফলকের কাছে এসে আমরা বিভিন্ন ক্ষেত্রেআমাদের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে আমাদেরসাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গড়ে ওঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি|

বন্ধুগণ,

আমাদের সহযোগবহুমুখী ও বিস্তৃত পরিসরের| আমরা যেসব ক্ষেত্রে সহযোগী, সেগুলির মধ্যে রয়েছে:

# কৃষিক্ষেত্রেরউত্পাদন ও দক্ষতা বৃদ্ধি;

# গবেষণা ওউদ্ভাবনা সংযোগের উন্নতি;

# আমাদের সমাজেরসুবিধার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ;

# শক্তিশালীবাণিজ্য সংযোগ ও বিনিয়োগ সম্পর্ক নির্মাণ;

# আমাদের নাগরিকদেরসুরক্ষার জন্য প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা; এবং

# শিক্ষামূলকবিনিময়ে উৎসাহ প্রদান| ইসরায়েলে গিয়ে পাঠরত ভারতীয় ছাত্রছাত্রীর বর্ধিত সংখ্যা এবংএর উল্টোটা আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ সেতু হতে পারে|

বন্ধুগণ,

এর আগে আজকে আমাদেরমধ্যে আলোচনার সময় রাষ্ট্রপতি রিভলিন এবং আমি সম্মত হয়েছি যে, আমাদের দু’দেশেরমধ্যে বর্তমান সহযোগিতার বিভিন্ন শক্তিশালী ক্ষেত্র রয়েছে| আমরা কৃষিক্ষেত্রেইসরায়েলের অগ্রগতির সঙ্গে এবং খরা-প্রবণ এলাকায় ক্ষুদ্রসেচ ও জল ব্যবস্থাপনারক্ষেত্রে তাদের বিশেষ জ্ঞানের সঙ্গে পরিচিত| আমরা জল ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবংবৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নকে দু’টি অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছি|আমরা দু’জনেই সম্মত হয়েছি যে, ভারতের অর্থনীতির বর্তমান গতিপথ ইসরায়েলের বিভিন্নকোম্পানির জন্য প্রচুর আশাপ্রদ সুযোগ করে দিয়েছে| আমাদের অর্থনৈতিক উদ্যোগ ওকর্মসূচি এবং উদ্ভাবনা, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব প্রদানইসরায়েলের শক্তি ও ক্ষমতার সঙ্গে ভালোভাবে মিল খায়| ইসরায়েলের কোম্পানিগুলি মেক ইনইন্ডিয়া, ডিজিট্যাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া ও স্মার্ট সিটি’র মত দিক নির্দেশকারীপ্রকল্পগুলিতে তাদের অংশিদারিত্ব বাড়াতে পারে| এই ক্ষেত্রগুলিতে আমাদের দুই দেশেরমধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে এই সুবর্ণ সুযোগেরসদ্ব্যবহারের জন্য উদ্যোগ নিতে আমি দুই তরফেরই বেসরকারি ক্ষেত্রের সংশ্লিষ্টদেরউত্সাহিত করব| ভারতীয় ও ইসরায়েলি কোম্পানিগুলি উচ্চ-প্রযুক্তির নির্মাণ ও পরিষেবাক্ষেত্রগুলিতে একসঙ্গে কাজ করতে পারে| ‘মেক ইন ইন্ডিয়া’ এবং রাষ্ট্রপতি রিভলিনআমার সঙ্গে আলোচনার সময় যেভাবে বলেছেন ‘মেক উইথ ইন্ডিয়া’, দুই দেশের ক্ষেত্রেইকর্মসংস্থান তৈরি করতে পারে এবং সুবিধা দিতে পারে| আমাদের অংশিদারিত্ব দুই দেশেরক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করতে পারে এবং সুবিধা দিতে পারে| তথ্য-প্রযুক্তিপরিষেবা হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের অংশিদারিত্ব আমাদের দুই তরফেরইঅর্থনীতিকে পরিবর্তিত করতে পারে|

বন্ধুগণ,

রাষ্ট্রপতি রিভলিনএবং আমি আমাদের সমাজকে সুরক্ষিত করার জন্য আমাদের শক্তিশালী ও ক্রমবর্ধমানঅংশিদারিত্বকে গভীরভাবে গুরুত্ব দেই| আমাদের জনগণ প্রতিনিয়ত সন্ত্রাসবাদ ওচরমপন্থার শক্তির সামনে হুমকির মুখে| আমরা সন্ত্রাসবাদকে বৈশ্বিক সমস্যা হিসেবেচিহ্নিত করেছি| সন্ত্রাসবাদ কোনো সীমান্ত জানে না এবং সংগঠিত অপরাধের অন্যান্য রূপেরসঙ্গে এর বিশেষ যোগসূত্র রয়েছে| দুঃখজনকভাবে, এর উত্স ও প্রসারের দেশগুলির মধ্যেএকটি দেশ ভারতের প্রতিবেশী| আমরা একমত যে, সন্ত্রাসী নেটওয়ার্ক এবং যে দেশগুলিতাদেরকে আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদায়কে দৃঢ় সংকল্প ও সিদ্ধান্তেরসঙ্গে কাজ করতে হবে| কোনো ব্যবস্থা নেওয়ায় অকৃতকার্য হওয়া অথবা নীরব থাকাশুধুমাত্র সন্ত্রাসবাদীদের উত্সাহিতই করবে| সমস্ত শান্তিপ্রিয় দেশগুলির সামনেহুমকি স্বরূপ সন্ত্রাসবাদ ও মৌলবাদের শক্তির বিরুদ্ধে অভিযানে আমাদের সহযোগিতাকেআরও বৃদ্ধি করার জন্য আমরা সম্মত হয়েছি| আমরা সাইবার ক্ষেত্রের মত ব্যবহারিক ওসুনির্দিষ্ট সহযোগিতায়ও বেশি গুরুত্ব দিচ্ছি| এবং উত্পাদন ও নির্মাণ ক্ষেত্রেরসহযোগিতার মধ্য দিয়ে একে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তায়ও সম্মত হয়েছি| সংযুক্তরাষ্ট্রসংঘের সংশোধিত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারতের প্রার্থিতায়স্পষ্ট সমর্থন জানানোর জন্যও ভারত ইসরায়েলের কাছে কৃতজ্ঞ|


বন্ধুগণ,

গণতন্ত্রেরসহযাত্রী হিসেবে আমাদের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি এবং ভারত-ইসরায়েলের শক্তিশালীসহযোগিতার প্রধান সুবিধাপ্রাপক| ভারতে দু’ হাজার বছরের পুরনো ইহুদি সম্প্রদায়প্রাচীন কালের ঐতিহ্যশালী সংযোগকেই চিত্রিত করে| আজ তাদের ঐতিহ্যে বেড়ে ওঠাসংস্কৃতি আমাদের বহুমুখী সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি বিশেষ অংশ| ভারতের ইহুদিসম্প্রদায়কে নিয়ে আমরা গর্বিত| রাষ্ট্রপতি এবং আমি সম্মত হয়েছি যে, জনগণেরমধ্যেকার যে সম্পর্ক, যার প্রাচীন অভিন্ন ইতিহাস রয়েছে, তাকে উত্সাহিত করা আমাদেরঅগ্রাধিকারের ক্ষেত্র|

 


মহামান্য,

আমাদের সহযোগিতারআড়াই দশক আমাদের দুই দেশের জন্যই বিশাল সমৃদ্ধি নিয়ে এসেছে| এটা বিশ্বজুড়ে শান্তি,স্থায়িত্ব ও গণতন্ত্রের কন্ঠকেও শক্তিশালী করেছে| আপনার সফর আমাদের অংশীদারিত্বেরনতুন ক্ষেত্র প্রস্তুত করা ও নতুন দিগন্ত সূচিত করার ক্ষেত্রে একটি সুযোগ প্রদানকরেছে| এই কথাগুলো বলে আমি রাষ্ট্রপতি রিভলিনকে ভারতে তাঁর প্রথম সরকারি সফরেরজন্য আরও একবার স্বাগত জানাচ্ছি এবং ভারতে তাঁর ফলদায়ক ও মনোরম অবস্থানের কামনাকরছি|

আপনাদের ধন্যবাদ|


Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
Apple exports record $2 billion worth of iPhones from India in November

Media Coverage

Apple exports record $2 billion worth of iPhones from India in November
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister welcomes Param Vir Gallery at Rashtrapati Bhavan as a tribute to the nation’s indomitable heroes
December 17, 2025
Param Vir Gallery reflects India’s journey away from colonial mindset towards renewed national consciousness: PM
Param Vir Gallery will inspire youth to connect with India’s tradition of valour and national resolve: Prime Minister

The Prime Minister, Shri Narendra Modi, has welcomed the Param Vir Gallery at Rashtrapati Bhavan and said that the portraits displayed there are a heartfelt tribute to the nation’s indomitable heroes and a mark of the country’s gratitude for their sacrifices. He said that these portraits honour those brave warriors who protected the motherland through their supreme sacrifice and laid down their lives for the unity and integrity of India.

The Prime Minister noted that dedicating this gallery of Param Vir Chakra awardees to the nation in the dignified presence of two Param Vir Chakra awardees and the family members of other awardees makes the occasion even more special.

The Prime Minister said that for a long period, the galleries at Rashtrapati Bhavan displayed portraits of soldiers from the British era, which have now been replaced by portraits of the nation’s Param Vir Chakra awardees. He stated that the creation of the Param Vir Gallery at Rashtrapati Bhavan is an excellent example of India’s effort to emerge from a colonial mindset and connect the nation with a renewed sense of consciousness. He also recalled that a few years ago, several islands in the Andaman and Nicobar Islands were named after Param Vir Chakra awardees.

Highlighting the importance of the gallery for the younger generation, the Prime Minister said that these portraits and the gallery will serve as a powerful place for youth to connect with India’s tradition of valour. He added that the gallery will inspire young people to recognise the importance of inner strength and resolve in achieving national objectives, and expressed hope that this place will emerge as a vibrant pilgrimage embodying the spirit of a Viksit Bharat.

In a thread of posts on X, Shri Modi said;

“हे भारत के परमवीर…
है नमन तुम्हें हे प्रखर वीर !

ये राष्ट्र कृतज्ञ बलिदानों पर…
भारत मां के सम्मानों पर !

राष्ट्रपति भवन की परमवीर दीर्घा में देश के अदम्य वीरों के ये चित्र हमारे राष्ट्र रक्षकों को भावभीनी श्रद्धांजलि हैं। जिन वीरों ने अपने सर्वोच्च बलिदान से मातृभूमि की रक्षा की, जिन्होंने भारत की एकता और अखंडता के लिए अपना जीवन दिया…उनके प्रति देश ने एक और रूप में अपनी कृतज्ञता अर्पित की है। देश के परमवीरों की इस दीर्घा को, दो परमवीर चक्र विजेताओं और अन्य विजेताओं के परिवारजनों की गरिमामयी उपस्थिति में राष्ट्र को अर्पित किया जाना और भी विशेष है।”

“एक लंबे कालखंड तक, राष्ट्रपति भवन की गैलरी में ब्रिटिश काल के सैनिकों के चित्र लगे थे। अब उनके स्थान पर, देश के परमवीर विजेताओं के चित्र लगाए गए हैं। राष्ट्रपति भवन में परमवीर दीर्घा का निर्माण गुलामी की मानसिकता से निकलकर भारत को नवचेतना से जोड़ने के अभियान का एक उत्तम उदाहरण है। कुछ साल पहले सरकार ने अंडमान-निकोबार द्वीप समूह में कई द्वीपों के नाम भी परमवीर चक्र विजेताओं के नाम पर रखे हैं।”

“ये चित्र और ये दीर्घा हमारी युवा पीढ़ी के लिए भारत की शौर्य परंपरा से जुड़ने का एक प्रखर स्थल है। ये दीर्घा युवाओं को ये प्रेरणा देगी कि राष्ट्र उद्देश्य के लिए आत्मबल और संकल्प महत्वपूर्ण होते है। मुझे आशा है कि ये स्थान विकसित भारत की भावना का एक प्रखर तीर्थ बनेगा।”