ভারত ও মরিশাস উভয় দেশেই এক স্পন্দনশীল গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। উভয় দেশই মানুষের সমৃদ্ধির লক্ষ্যে তথা আমাদের অঞ্চল ও বিশ্ব শান্তির জন্য একযোগে কাজ করতে বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী
ভারত মহাসাগর, ভারত ও মরিশাসের মধ্যে সেতু হিসাবে কাজ করে: প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং মরিশাসের প্রধানমন্ত্রী শ্রী প্রবীন্দ জগন্নাথ আজ যৌথভাবে ভিডিও লিঙ্কের মাধ্যমে মরিশাসের মেট্রো এক্সপ্রেস এবং নতুন ইএনটি হাসপাতাল উদ্বোধন করলেন।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী নরেন্দ্র মোদী দুটি দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মরিশাসের জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে মেট্রো এবং স্বাস্হ্য পরিষেবার গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানের সাহায্যে ভারত মহাসাগরের দুই প্রান্তে থাকা দুটি দেশ প্রথমবারের মত ভিডিও লিঙ্কের মাধ্যমে কাছাকাছি এলো।

 
 

প্রধানমন্ত্রী বলেন, লাইট রেল ট্রানজিট প্রকল্প- মেট্রো এক্সপ্রেস মরিশাসের গণ-পরিবহণ ব্যবস্হায় একটি দ্রুতগতি সম্পন্ন, নির্ভরশীল ও পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্হায় রূপান্তরিত হবে।

ইএনটি হাসপাতালের জন্য মরিশাসের জনগণের ক্ষেত্রে প্রথম একটি কাগজবিহীন, বৈদ্যুতিন হাসপাতাল হিসেবে গণ্য হবে, যেখান থেকে তাঁরা উন্নতমানের চিকিৎসা পরিষেবাও পাবেন।

প্রধানমন্ত্রী জগন্নাথ মরিশাসের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প-সহ এই দুটি প্রকল্পে ভারতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি এই প্রকল্প দুটি নির্দিষ্ট সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জানান, রেনাল ইউনিট নির্মাণ-সহ মরিশাসে স্বাস্হ্যকেন্দ্র নির্মাণে ভারত সরকার আর্থিক সাহায্য দেবার সিদ্ধান্ত নিয়েছে।

উভয় নেতা ভারত-মরিশাসের মধ্যে সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন।

এই উদ্যোগের সাহায্যে এই দুটি দেশের জনগণের উন্নয়ন হবে এবং ভারত মহাসাগরীয় অঞ্চল তথা সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি আসবে। 

Click here to read PM's speech

Explore More
৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪

জনপ্রিয় ভাষণ

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রীর ভাষণ ১৫ই আগস্ট , ২০২৪
Centre hikes MSP on jute by Rs 315, promises 66.8% returns for farmers

Media Coverage

Centre hikes MSP on jute by Rs 315, promises 66.8% returns for farmers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 23 জানুয়ারি 2025
January 23, 2025

Citizens Appreciate PM Modi’s Effort to Celebrate India’s Heroes