প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে আজ সাক্ষাৎ করেন ২০২৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস)-এর অফিসার ট্রেনিরা। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩ জন আইএফএস অফিসার ট্রেনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
বর্তমান বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং বিশ্ববন্ধু হিসেবে ভারতের অনন্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি। গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে ভারতের বিশেষ সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।
আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববন্ধু হিসেবে ভারতের উত্থান এবং কূটনীতিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০৪৭-এর মধ্যে ভারতকে উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্যে আগামীদিনের কূটনীতিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
অফিসার ট্রেনিরাও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের মতামত ভাগ করে নেন। আলোচনায় উঠে আসে সামুদ্রিক কূটনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, আয়ুর্বেদ, সাংস্কৃতিক যোগসূত্র সহ বিভিন্ন বিষয়। শ্রী মোদী বলেন, ভারত সম্পর্কে বিভিন্ন দেশের তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। এই লক্ষ্যে ‘আপনার ভারতকে জানুন’ শীর্ষক ক্যুইজ এবং বিতর্কসভার গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রযুক্তি-নির্ভর আধুনিক বিশ্বে যোগাযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন শ্রী মোদী। তিনি সমস্ত ওয়েবসাইট পুঙ্খানুপুঙ্খরূপে খতিয়ে দেখার জন্য অফিসার ট্রেনিদের কাছে আবেদন জানান এবং সেগুলিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, তা খুঁজে বার করতে বলেন।
মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণ নিয়ে অফিসারদের সঙ্গে আলোচনা করেন। এক্ষেত্রে অন্য দেশগুলিতে ভারতীয় স্টার্ট-আপগুলির সম্ভাবনা খতিয়ে দেখতে বলেন।
Interacted with Officer Trainees of 2024 Batch of IFS. Discussed many aspects, including various global challenges, how they can increase the use of technology, deepening the interface with the diaspora and more. https://t.co/KcLdRPAnh3 pic.twitter.com/Kyw3pbPDMu
— Narendra Modi (@narendramodi) August 19, 2025


