৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী মোদী তাঁর দীর্ঘতম এবং সবচেয়ে স্পষ্ট ভাষণটি দিলেন। ১০৩ মিনিটের এই ভাষণে তিনি ২০৪৭ নাগাদ বিকশিত ভারত গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরেছেন। আত্মনির্ভরতা, উদ্ভাবনা এবং নাগরিকদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী অন্যদের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে বিশ্বের আঙিনায় নিজস্ব সক্ষমতায় সমৃদ্ধ, প্রযুক্তির দিক থেকে উন্নত এবং আর্থিক দিক থেকে স্থিতিশীল একটি দেশ হয়ে ওঠায় ভারতের যাত্রার উল্লেখ করেন। 

প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা থেকে সেমি-কন্ডাক্টর, পরিবেশ-বান্ধব শক্তি থেকে কৃষি, ডিজিটাল সার্বভৌমত্ব থেকে যুবাদের ক্ষমতায়ন, সবক্ষেত্রেই উপযুক্ত বিকাশের আবহ তৈরি করে ২০৪৭ নাগাদ ভারতকে ১০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রীর ভাষণের মূল বিষয়সমূহ।

১) সার্বিক
*স্বাধীনতার উৎসব ১৪০ কোটি দেশবাসীর উদযাপন।
*ঐক্যের ধারণাকে ধারাবাহিকভাবে মজবুত করে চলেছে ভারত।
*৭৫ বছর ধরে সংবিধান ভারতের সামনে আলোকবর্তিকা।
*ভারতের সংবিধানের জন্য প্রথম আত্মবলিদানকারী বড় ব্যক্তিত্ব হলেন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি।
*প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। বিগত কয়েক বছরে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছি আমরা।
*আজকের দিনটি লালকেল্লার প্রাকার থেকে অপারেশন সিঁদুরের বীর সেনাদের অভিবাদন জানানোর ক্ষণ।
*পারমাণবিক আক্রমণের হুমকি আর বরদাস্ত করা হবে না।
*পরবর্তীকালে যদি শত্রু দেশ সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যায় তাহলে আমাদের সেনা নিজের পছন্দমতো সময়ে, নিজের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাঘাত করবে।
*ভারত স্থির করেছে জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। মানুষ বুঝতে পেরেছেন সিন্ধু জলচুক্তি অন্যায্য। সিন্ধু এবং তার শাখা নদীর জল শত্রু দেশের সেচের কাজে লাগানো হয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের কৃষকরা।
*আমাদের কৃষক এবং সামগ্রিকভাবে গোটা দেশের পক্ষে সিন্ধু জলচুক্তি গ্রহণযোগ্য নয়।
*বিকশিত ভারতের মূল ভিত্তি স্বনির্ভর ভারত।
*এটা খুবই দুর্ভাগ্যজনক যে এক সময় অন্যের ওপর নির্ভরশীলতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছিল এবং স্বনির্ভরতার পথ আমরা ছেড়ে দিয়েছিলাম।
*স্বনির্ভরতার বিষয়টি আমাদের সক্ষমতার সঙ্গে জড়িত। স্বনির্ভর হয়ে ওঠা একান্ত জরুরি।
*ভারত আজ প্রতিটি ক্ষেত্রে আধুনিক পরিমণ্ডল গড়ে তুলছে এবং এই উদ্যোগ প্রতিটি ক্ষেত্রে আমাদের স্বনির্ভর করে তুলবে।
*উদ্ভাবনামূলক উদ্যোগে এগিয়ে আসতে হবে আমাদের যুবাদের। 
*কোভিডের সময় CoWin বিশ্বের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। এই ধরনের উদ্যোগে আমাদের আরও বেশি করে সামিল হতে হবে।
*আমাদের বিজ্ঞানীদের এবং যুবাদের দেশজ জেট ইঞ্জিন তৈরি করায় সক্ষম হয়ে উঠতেই হবে। এটা একটা চ্যালেঞ্জ।
*গবেষক এবং উদ্যোগপতিদের সচেষ্ট হতে হবে নতুন ওষুধ এবং চিকিৎসা পদ্ধতির মেধাস্বত্ব পেতে।
*দ্রুতগতিতে এগিয়ে চলেছে জাতীয় উৎপাদন মিশন।
*ভারতের বাজেটের একটি বড় অংশ এখনও পেট্রোল, ডিজেল এবং গ্যাস আমদানিতে ব্যয় হয়। সমুদ্র অঞ্চলে জ্বালানির উৎস খুঁজে বের করতে সূচনা করা হবে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন মিশনের।
* ‘ভোকাল ফর লোকাল’-এর মন্ত্রকে পাথেয় করে নাগরিক এবং দোকানিদের সক্রিয় হতে হবে ভারতে তৈরি পণ্যের প্রসারে।
*স্বদেশী আমাদের গর্ব, বাধ্যবাধকতা নয়।
* দোকানের বাইরে ‘স্বদেশী’ বোর্ড রাখা যেতে পারে।
*ভারতের শক্তি নিহিত নিজের জনগণের মধ্যে।
*বিগত দশকে ভারত নিজেকে রূপান্তরিত করেছে। এখন আরও দ্রুতগতিতে এগিয়ে চলতে হবে।
*সরকার একটি আধুনিক, দক্ষ এবং নাগরিক-বান্ধব পরিমণ্ডল তৈরিতে দায়বদ্ধ – যেখানে আইন এবং প্রাতিষ্ঠানিক সরলীকৃত, রয়েছে বাণিজ্য-বান্ধব পরিবেশ।
*পরবর্তী স্তরের সংস্কারের জন্য গড়ে উঠবে একটি টাস্ক ফোর্স।
*স্টার্ট-আপ এমএসএমই-র জন্য বাধ্যবাধকতা সংক্রান্ত ব্যয়ে হ্রাস।
*অকারণ আইনি ঝুটঝামেলা থেকে তাদের মুক্তি।
*আইন এমন হওয়া উচিত যাতে ইজ অফ ডুয়িং বিজনেস নিশ্চিত হয়।
*উদ্ভাবনা সহায়ক পরিমণ্ডল তৈরি করা হল সংস্কার প্রক্রিয়ার লক্ষ্য।
*সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
*সকলের কাছে সরকারি পরিষেবার সুফল পৌঁছে দিতে সরকার বাড়ি বাড়ি যাচ্ছে, সরাসরি সুবিধা হস্তান্তর এক বৈপ্লবিক পদক্ষেপ।
*বিগত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যের গ্রাস থেকে মুক্তি পেয়েছেন – তৈরি হয়েছে নব্য-মধ্যবিত্ত শ্রেণী।
*শুধুমাত্র সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা ভাবলেই চলবে না, পিছিয়ে পড়া অঞ্চলগুলির উন্নয়নে জোর দিতে হবে।
*জাতীয় স্বার্থের ক্ষেত্রে ভারত কোনো আপোস করবে না।
*অন্যদের ওপর নির্ভরশীলতা একটি দেশের স্বাধীনতার সামনে প্রশ্নচিহ্ন এঁকে দেয়।
*সংস্কার শুধুমাত্র অর্থনৈতিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়, তা প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার পন্থা।
*আমাদের সরকারের সংস্কার প্রক্রিয়া এমন একটি আধুনিক ও নাগরিক-কেন্দ্রিক সরকার গড়ে তুলতে চায়, যেখানে সাধারণ মানুষ স্বচ্ছন্দ্য বোধ করেন।
*নাগরিক-কেন্দ্রিক প্রশাসন গড়ে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে।
*অন্যদের সীমাবদ্ধতা না খুঁজে ভারত এগিয়ে চলতে নিজের উন্নতির পথে।
*বিশ্বের বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠতে হবে ভারতকে। 
*স্বাধীনতা শতবর্ষে উন্নত ভারত গড়ে তোলার উদ্যোগে সামিল হতে হবে প্রতিটি নাগরিককে।
*২০৪৭ নাগাদ উন্নত ভারত গড়ে তুলতে চাই কঠোর পরিশ্রম।
*দাসত্বের মনোভাব থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে আমাদের।
*নিজেদের ঐতিহ্য সম্পর্কে গর্বিত হয়ে নতুন পথে এগিয়ে চলব আমরা।
*ঐক্য ভারতের সবচেয়ে বড় মন্ত্র, তাকে বিনষ্ট করার চেষ্টা রুখে দিতে হবে।

২) প্রতিরক্ষা মন্ত্রক
*অপারেশন সিঁদুর প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের স্বনির্ভরতাকে তুলে ধরে।
*বিগত ১০ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করেছি আমরা।
*ভারতে তৈরি অস্ত্র দিয়ে আমাদের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটি এবং পরিকাঠামো ভেঙে দিয়েছে।
*নিজস্ব সক্ষমতায় এগিয়ে চলেছে ভারত। জাতীয় নিরাপত্তার বিষয়ে বিদেশের ওপর নির্ভরশীলতা কাম্য নেয় একেবারেই।
*ভারতের নিজস্ব জেট ইঞ্জিন তৈরি করতে উদ্যোগী হতে হবে নতুন প্রজন্মকে।
*আমরা মিশন সুদর্শন চক্রের সূচনা করছি – যা শত্রুদের প্রতিরোধ করবে এবং আমাদের আঘাত হানার ক্ষমতা বাড়াবে।
*এই মিশনের প্রেরণা শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র।
*২০৩৫ নাগাদ ভারতের সবক’টি জন-পরিসর এসে যাবে জাতীয় নিরাপত্তা বলয়ের মধ্যে।
৩) অর্থ মন্ত্রক
*দীপাবলির মধ্যেই জিএসটি সংক্রান্ত পরবর্তী স্তরের সংস্কার নিত্য ব্যবহার্য পণ্যের ওপর কর কমাবে, উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
*আয়কর সংস্কার এবং মুখাবয়বহীন মূল্যায়ন পদ্ধতি কর প্রণালীকে আরও দক্ষ করেছে।
*১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় মধ্যবিত্তদের জন্য সুখবর।
*বিশ্বের বাজারে প্রতিযোগিতায় আরও সক্ষম হয়ে উঠতে আমাদের তৈরি করতে হবে পরিবেশ-বান্ধব এবং ত্রুটিমুক্ত পণ্য।
*সারা বিশ্বের অর্থনৈতিক পরিমণ্ডলে অস্থিরতার মধ্যেও ভারত একটি সোনালী রেখা।

৪) স্বরাষ্ট্র মন্ত্রক
*ভারতের জনবিন্যাসের স্থিতি রক্ষা করতে হবে।
*অবৈধ অনুপ্রবেশ জনবিন্যাসগত স্থিতিকে হানি করার পাশাপাশি, সীমান্ত এলাকার মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।
*দেশে ঐক্য এবং জনবিন্যাসগত স্থিতি রক্ষা করতে সূচনা হবে হাই-পাওয়ার্ড ডেমোগ্রাফি মিশনের। 
*মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৫ থেকে কমে হয়েছে ২০।
* ‘রেড করিডর’ বলে পরিচিত এলাকাগুলি এখন পরিবেশ-বান্ধব বিকাশের ক্ষেত্র হয়ে উঠেছে।

৫) কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রক
*ভারতকে স্বনির্ভর করে তোলার যাত্রায় মুখ্য ভূমিকা রয়েছে কৃষকদের।
*ঔপনিবেশিক শাসন দেশকে দরিদ্র করে তুলেছিল, কৃষকদের অবিশ্রান্ত পরিশ্রমে ভারতের শস্যভাণ্ডার পূর্ণ হয়েছে।
*কৃষকদের স্বার্থের ক্ষেত্রে কোনো আপোস নয়।
*কৃষকদের স্বার্থহানি হয় এমন যে কোনো নীতির বিরুদ্ধে আমি দেওয়াল হয়ে দাঁড়াব।
*গত বছর শস্য উৎপাদনে রেকর্ড গড়েছেন ভারতের কৃষকরা।
*দুধ, ডাল ও পাট উৎপাদনে ভারত বিশ্ব প্রথম; ধান, গম, তুলো, ফলমূল ও শাকসব্জি উৎপাদনে দ্বিতীয়।
*কৃষিজ রপ্তানির মূল্যমান ৪ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
*কৃষকদের ক্ষমতায়নে ১০০টি পিছিয়ে পড়া কৃষি জেলায় চালু হয়েছে পিএম ধন-ধান্য কৃষি যোজনা।
*কৃষকদের কল্যাণের লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি সহ নানা প্রকল্প।

৬) পশুপালন মন্ত্রক
*শুধুমাত্র উত্তর ভারতেই গবাদি পশুর পা এবং মুখের রোগ প্রতিরোধে প্রায় ১২৫ কোটি ডোজ প্রতিষেধক দেওয়া হয়েছে।

৭) ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
*৫০-৬০ বছর আগে সেমি-কন্ডাক্টর কারখানা তৈরির যাবতীয় সম্ভাবনা নষ্ট করে দেওয়া হয়। যদিও অন্য দেশগুলি এক্ষেত্রে এগিয়ে গেছে। ভারত এখন সেমি-কন্ডাক্টর উৎপাদনে মিশন মোডে এগিয়ে চলেছে।
*মেড ইন ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর চিপ ভারতের হাতে এসে যাবে ২০২৫-এই।
*বিশ্বের বাজারে প্রতিযোগিতায় সক্ষম থাকতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে উদ্ভাবনা জরুরি।

৮) মহাকাশ দপ্তর
*গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাফল্যে গর্বিত সারা দেশ।
*আত্মনির্ভর ভারত গগনযান অভিযানের জন্য দেশ প্রস্তুত হচ্ছে, ক্রমে গড়ে উঠবে ভারতের নিজস্ব মহাকাশ কেন্দ্র।
*মহাকাশ ক্ষেত্রে কর্মরত ৩০০-রও বেশি স্টার্ট-আপ।

৯) পরমাণু শক্তি দপ্তর
* ১০টি নতুন নিউক্লিয়ার চুল্লি এখন কার্যকর। স্বাধীনতার শতবর্ষে পরমাণু শক্তি উৎপাদন ক্ষমতা দশগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে।
*পরমাণু ক্ষেত্রকে বেসরকারি উদ্যোগপতিদের সামনে খুলে দিচ্ছে ভারত।
*জ্বালানি খাতে আমদানি খরচ কমলে বেঁচে যাওয়া টাকা খরচ করা যাবে কৃষকদের উন্নয়নে।

১০) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক
*সূচনা হবে ১ লক্ষ কোটি টাকার পিএম বিকশিত ভারত রোজগার যোজনার। এর আওতায় নতুন কাজ পাওয়া তরুণ-তরুণীরা ১৫ হাজার টাকা করে পাবেন। উপকৃত হবেন ৩ কোটি তরুণ নাগরিক।
*এই উদ্যোগ ভারতের জনবিন্যাসগত সুবিধাকে অর্থনৈতিক এবং সামাজিক কল্যাণে কাজে লাগানোর সহায়ক হবে।

১১) এমএসএমই মন্ত্রক
*দীপাবলির আগেই পরবর্তী স্তরের জিএসটি সংস্কার নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমাবে এবং উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
*স্টার্ট-আপ এবং ক্ষুদ্র উদ্যোগপতিদের আইনি বাধ্যবাধকতার বোঝা কমাতে চায় সরকার।

১২) রাসায়নিক ও সার মন্ত্রক
*বিশ্বের ঔষধ কেন্দ্র হিসেবে নিজের অবস্থান আরও জোরদার করতে হবে ভারতকে।
*গবেষণা খাতে আরও বিনিয়োগ জরুরি।
*খাদ্য নিরাপত্তার বিষয়টি আমদানি-নির্ভর হওয়া উচিত নয়।

১৩) নারী ও শিশুবিকাশ মন্ত্রক
*অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
*স্টার্ট-আপ থেকে মহাকাশ ক্ষেত্র – সবক্ষেত্রেই নিজেদের স্বাক্ষর রাখছেন ভারতের কন্যারা।
*নমো ড্রোন দিদি নারী শক্তি মহিলাদের নতুন পরিচিতি এনে দিয়েছে।
*৩ কোটি ‘লাখপতি দিদি’ তৈরির লক্ষ্য রয়েছে আমাদের।

১৪) আইন ও বিচার মন্ত্রক
*১,৫০০ সেকেলে আইন এবং অপ্রয়োজনীয় ৪০ হাজার বাধ্যবাধকতার সংস্থান বাতিল করা হয়েছে।
*সংসদের সাম্প্রতিক অধিবেশনেই ২৮০টি সংস্থান বাতিল করা হয়েছে।
*ভারতীয় দণ্ডবিধির জায়গায় এসেছে ভারতীয় ন্যায় সংহিতা।

১৫) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক
*মেদবহুলতা দেশের সামনে একটা বড় সমস্যা।
*ভোজ্যতেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর লক্ষ্য নিতে হবে সব পরিবারকেই।

১৬) আদিবাসী বিষয়ক মন্ত্রক
*মাওবাদের প্রভাবমুক্ত হয়ে বস্তারের তরুণ-তরুণীরা এখন অলিম্পিকে যোগ দিচ্ছেন।
*এই বছর ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী।
*আদিবাসী প্রধান এলাকাকে মাওবাদীদের কবল মুক্ত করে আমরা তাঁদের সম্মান জানাই।

১৭) সংস্কৃতি মন্ত্রক
*এই বছর গুরু তেগ বাহাদেরজির ৩৫০তম প্রয়াণ বার্ষিকী – আমাদের মূল্যবোধ রক্ষায় তিনি আত্মত্যাগ করেছিলেন।
*মহাকুম্ভের সাফল্য ভারতের ঐক্যকে তুলে ধরেছে।
*মারাঠি, অসমীয়া, বাংলা, পালি এবং প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
*জ্ঞান ভারতম মিশনের আওতায় সংরক্ষিত ও ডিজিটাইজ হচ্ছে প্রাচীন পুঁথিপত্র।
*রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ১০০ বছর উপলক্ষে আমি স্বয়ংসেবকদের অভিনন্দন জানাই।

১৮) পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক
*জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন অত্যন্ত জরুরি।
*বিগত ১১ বছরে সৌরশক্তি উৎপাদন ৩০ গুণ বেড়েছে।
*মিশন গ্রিন হাইড্রোজেনের মতো প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে।

১৯) বিদ্যুৎ মন্ত্রক
*সৌর প্যানেল থেকে বৈদ্যুতিক যানের যন্ত্রাংশ সবই তৈরি হওয়া উচিত দেশে।

২০) খনি মন্ত্রক
*গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহের লক্ষ্যে সূচনা হয়েছে ন্যাশনাল ক্রিটিকাল মিনারেলস মিশনের। এর আওতায় কাজ চলছে ১,২০০টি অঞ্চলে।
*এইসব খনিজ সম্পদের নিয়ন্ত্রণ ভারতে শিল্প ও প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও স্বনির্ভর করে তুলবে।

২১) যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক
*দেশের তরুণ প্রজন্মের উচিত ভারতের দেশজ সামাজিক মাধ্যম মঞ্চ তৈরি করায় উদ্যোগী হওয়া।
*ক্রীড়াক্ষেত্রের প্রসারে গৃহীত হয়েছে জাতীয় ক্রীড়া নীতি।
* ‘খেলো ইন্ডিয়া নীতি’র আওতায় এসেছে সারা দেশ।

 

Explore More
শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ

জনপ্রিয় ভাষণ

শ্রী রাম জন্মভূমি মন্দিরের ধ্বজারোহণ উৎসবে প্রধানমন্ত্রীর বক্তব্যের বাংলা অনুবাদ
From CM To PM: The 25-Year Bond Between Narendra Modi And Vladimir Putin

Media Coverage

From CM To PM: The 25-Year Bond Between Narendra Modi And Vladimir Putin
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister welcomes President of Russia
December 05, 2025
Presents a copy of the Gita in Russian to President Putin

The Prime Minister, Shri Narendra Modi has welcomed President of Russia, Vladimir Putin to India.

"Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people", Shri Modi said.

The Prime Minister, Shri Narendra Modi also presented a copy of the Gita in Russian to President Putin. Shri Modi stated that the teachings of Gita give inspiration to millions across the world.

The Prime Minister posted on X:

"Delighted to welcome my friend, President Putin to India. Looking forward to our interactions later this evening and tomorrow. India-Russia friendship is a time tested one that has greatly benefitted our people."

@KremlinRussia_E

"Я рад приветствовать в Дели своего друга - Президента Путина. С нетерпением жду наших встреч сегодня вечером и завтра. Дружба между Индией и Россией проверена временем; она принесла огромную пользу нашим народам."

"Welcomed my friend, President Putin to 7, Lok Kalyan Marg."

"Поприветствовал моего друга, Президента Путина, на Лок Калян Марг, 7."

"Presented a copy of the Gita in Russian to President Putin. The teachings of the Gita give inspiration to millions across the world."

@KremlinRussia_E

"Подарил Президенту Путину экземпляр Бхагавад-гиты на русском языке. Учения Гиты вдохновляют миллионы людей по всему миру."

@KremlinRussia_E